img

Follow us on

Thursday, Nov 21, 2024

Paralympics 2024: ঐতিহাসিক সাফল্য! প্যারালিম্পিক্সে পদকজয়ীদের আর্থিক পুরস্কার কেন্দ্রের

Sports Ministry: আগামী প্যারালিম্পিক্সেও পাশে থাকার বার্তা, প্রত্যেক অ্যাথলিটকে বিশেষ আর্থিক পুরস্কার মোদি সরকারের...

img

দেশে ফিরলেন প্যারালিম্পিয়ানরা। ছবি: ট্যুইটার

  2024-09-11 10:32:03

মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) ঐতিহাসিক সাফল্য ভারতীয় প্যারা অ্যাথলিটদের। এখনও পর্যন্ত  সেরা পারফরম্যান্স। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এবার ২৯, যার মধ্যে সাতটি সোনা, ৯টি রুপো, ১৩টি ব্রোঞ্জ রয়েছে, যা ভারতের সর্বকালীন রেকর্ড। তারই ফল পেলেন অ্যাথলিটরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেন, প্যারালিম্পিকে পদকজয়ী প্রত্যেক অ্যাথলিটকে বিশেষ আর্থিক পুরস্কার দেবে কেন্দ্র (Sports Ministry)।

পদকজয়ীদের পুরস্কার মূল্য

রবিবার শেষ হয়েছে প্যারিস প্যারালিম্পিক্স (Paralympics 2024)। তার পরে মঙ্গলবার দেশে ফেরেন ভারতীয় প্যারাঅ্যাথলিটরা। প্রায় ১০০ জন ক্রীড়াপ্রেমী তাঁদের স্বাগত জানান বিমানবন্দরে। সেখান থেকে কেন্দ্রের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যান অ্যাথলিটরা। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেন, পদকজয়ী অ্যাথলিটদের দেওয়া হবে বিশেষ আর্থিক পুরস্কার। সোনাজয়ীদের প্রত্যেককে ৭৫ লক্ষ, রুপোজয়ীদের ৫০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের ৩০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে কেন্দ্র (Sports Ministry)। পদকজয়ী নন, যাঁরা মিক্সড টিম ইভেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তাঁদেরও সাড়ে ২২ লক্ষ টাকা পুরস্কার দেবে কেন্দ্র। 

আগাম শুভেচ্ছা

এদিন দিল্লি বিমানবন্দরে প্যারা অ্যাথলিটদের রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। যেভাবে মনু ভাকের, শ্রীজেশদের অভ্যর্থনা জানানো হয়েছিল ঠিক একই রকমভাবে স্বাগত জানানো হল পদকজয়ী প্যারালিম্পিয়ানদের। প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) ভারতের পদক সংখ্যা এবার ২৯। টোকিতে ১৯ পদক জিতেছিল ভারত। পদক জয়ের নিরিখে নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। মোট ২৯টি পদকের মধ্যে অ্যাথলেটিক্স বিভাগ থেকেই এসেছে ১৭টি পদক। ক্রীড়ামন্ত্রী মাণ্ডব্য (Sports Ministry) জানান, ২০২৮ সালের আগামী প্যারালিম্পিক্সে ভার‍ত যেন আরও বেশি পদক জিততে পারে তার জন্য সর্বতোভাবে পাশে থেকে সহযোগিতা করবে কেন্দ্র।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Sports Ministry

Paris Paralympics

Paralympics 2024

Indian SportS Ministry

Paralympians


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর