India Full Schedule: প্যারিসে ভারতের পতাকাবাহক হবেন সিন্ধু এবং শরথ কমল, দেখুন অলিম্পিক্সের সূচি
শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স।
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশ নেবেন ভারতের ১১৭ জন খেলোয়াড়। বুধবার ক্রীড়া মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। সঙ্গে ১৪০ জন সাপোর্ট স্টাফ ও কর্তারাও যাবেন। তার মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্র। গেমস ভিলেজে থাকবেন ভারতের শেফ দ্য মিশন গগন নারাং-সহ ১১ জন সদস্য। এই প্রথমবার অলিম্পিকে ভারতের অ্যাথলিট এবং কোচিং স্টাফের সংখ্যা প্রায় সমান হবে। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। আর গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন সরকারি খরচে। তার বাইরেও দশ অতিরিক্ত কন্টিনজেন্ট অফিশিয়াল যাবেন প্যারিসে। এবার অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক হবেন সিন্ধু এবং শরথ কমল।
ভারতের সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে। যাচ্ছেন ২৯ জন অ্যাথলিট। তার মধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। যাচ্ছেন ২১ জন। আর হকিতে রয়েছেন ১৯ জন খেলোয়াড়। এছাড়া টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ’জন করে আছেন। গল্ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু’জন, সেলিংয়ে দু’জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে এক জন করে রয়েছেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে ভারত থেকে অংশগ্রহণকারী ছিল ১১৯ জন। সেবার সর্বোচ্চ সাতটি পদক পেয়েছিল ভারত। জ্যাভলিনে সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া।
We are inching closer to the beginning of the #Paris2024Olympics! 🗓️🏅
— SAI Media (@Media_SAI) July 14, 2024
Get ready for a new schedule packed with electrifying events and nail-biting competition.
Who will reign supreme? Join us to find out! 💥#IndianSport #SportSchedule #Olympics #Cheer4Bharat pic.twitter.com/LObTDL4p0X
২৫ জুলাই
তীরন্দাজি – (র্যাঙ্কিং রাউন্ড) দুপুর ১টার পর শুরু
২৬ জুলাই
কোনও খেলা নেই
২৭ জুলাই
ব্যাডমিন্টন - (গ্রুপ স্টেজ) দুপুর ১টা থেকে
রোয়িং – সাড়ে ১২টা থেকে
শুটিং – সাড়ে ১২টা থেকে
বক্সিং – সন্ধ্যা ৭টা থেকে
হকি- (ভারত বনাম নিউজিল্যান্ড) রাত ৯টা
টেবিল টেনিস – সন্ধ্যা সাড়ে ৬টা
টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে
২৮ জুলাই
তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা
ব্যাডমিন্টন - দুপুর ১২টা
বক্সিং – (আর ৩২) দুপুর ২:৪৬ থেকে
রোয়িং - দুপুর ১টা
শুটিং – (পদক ম্যাচ) দুপুর ১টা
সাঁতার – দুপুর ২.৩০
টেবিল টেনিস – (আর ৬৪) দুপুর ১টা
টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে
২৯ জুলাই
তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা
ব্যাডমিন্টন - দুপুর ১.৩০
হকি – (ভারত বনাম আর্জেন্টিনা) বিকেল ৪টে ১৫
রোয়িং - দুপুর ১টা
শুটিং – সাড়ে ১২টা থেকে
টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০
৩০ জুলাই
সাঁতার – (মেডেল ম্যাচ) রাত ১২টা ৫২
তীরন্দাজি - বিকেল সাড়ে ৩টে
ব্যাডমিন্টন - দুপুর ১২টা
বক্সিং – দুপুর ২.৩০
অশ্বারোহী - দুপুর ২.৩০
হকি – (ভারত বনাম আয়ারল্যান্ড) বিকেল ১৬.৪৫
রোয়িং - দুপুর ১টা ৪০
শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা
টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১টা
টেনিস – (আর২) দুপুর ১টা
৩১ জুলাই
তীরন্দাজি - দুপুর ১২টা
ব্যাডমিন্টন - দুপুর ১২টা
বক্সিং – (আর ১৬) বিকেল ৩টে
অশ্বারোহী - দুপুর ২টো
রোয়িং - ১.২৪ মিনিট
শুটিং – (পদক ম্যাচ) ১.২৪ মিনিট
টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০ মিনিট
টেনিস – (আর ৩) বিকেল সাড়ে ৩টে
১ অগাস্ট
তীরন্দাজি – দুপুর ১টা
অ্যাথলেটিক্স - দুপুর ১১টা
ব্যাডমিন্টন - দুপুর ১২টা
বক্সিং – দুপুর ২.৩০
গলফ – সাড়ে ১২টা থেকে
হকি – (ভারত বনাম বেলজিয়াম) দুপুর ১.৩০
রোয়িং - দুপুর ১.৩০
পালতোলা - বিকেল ৩.৩০
শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা
টেবিল টেনিস – দুপুর ১.৩০
টেনিস – বিকেল ৩.৩০
২ অগাস্ট
তীরন্দাজি – দুপুর ১টা
অ্যাথলেটিক্স – রাত ৯টা ৪০
ব্যাডমিন্টন – (সেমি-ফাইনাল) ১২টা
বক্সিং – সন্ধ্যা ৭টা
গলফ – সাড়ে ১২টা থেকে
হকি – (ভারত বনাম অস্ট্রেলিয়া) ৪.৪৫
জুডো – (পদক ম্যাচ) ১.৩০
রোয়িং - (পদক ম্যাচ) ১.৩০
পালতোলা - ৩.৩০
শুটিং – সাড়ে ১২টা থেকে
টেবিল টেনিস – (সেমি-ফাইনাল) দুপুর ১.৩০
টেনিস (পদক ম্যাচ) – বিকেল সাড়ে ৩টে
৩ অগাস্ট
তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা
অ্যাথলেটিক্স – (শট পুট ফাইনাল) রাত ১১টা
ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) ১২টা
বক্সিং – সন্ধ্যা সাড়ে ৭টা
গলফ – দুপুর সাড়ে ১২টা
রোয়িং - (পদক ম্যাচ) দুপুর ১.৩০
পালতোলা - দুপুর সাড়ে ৩টে
শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা
টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টে
৪ অগাস্ট
তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা
অ্যাথলেটিক্স - দুপুর ১টা ৩০
ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১২টা
বক্সিং – (QF/SF) দুপুর ২.৩০
অশ্বারোহী - (চূড়ান্ত) দুপুর ১টা ৩০
গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে
হকি – (কোয়ার্টার ফাইনাল) দুপুর ১টা
পালতোলা - বিকেল ৩.৩০
শুটিং - (ফাইনাল) সাড়ে ১২টা থেকে
টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টা
৫ অগাস্ট
অ্যাথলেটিক্স – (5কে ফাইনাল) রাত সাড়ে ১০টা
ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১টা ১৫
পালতোলা - বিকেল ৩.৩০
শুটিং - (চূড়ান্ত) দুপুর ১টা
টেবিল টেনিস – দুপুর ১টা
কুস্তি – সন্ধ্যা সাড়ে ৬টা
৬ অগাস্ট
অ্যাথলেটিক্স - (লং জাম্প ফাইনাল) দুপুর ১টা
বক্সিং - (সেমি-ফাইনাল) দুপুর ১টা
হকি – (সেমি-ফাইনাল) বিকেল সাড়ে ৫টা
পালতোলা - (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৩টে
টেবিল টেনিস - বিকেল ৪টে
কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
৭ অগাস্ট
অ্যাথলেটিক্স – (৩কে স্টিপলচেজ ফাইনাল) দুপুর ১১টা
বক্সিং – দুপুর ১টা
গলফ - সাড়ে ১২টা থেকে
পালতোলা - দুপুর ১১টা
টেবিল টেনিস – দুপুর ১.৩০
ভারোত্তোলন - (৪৯ কেজি ফাইনাল) রাত ১১টা
কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
৮ অগাস্ট
অ্যাথলেটিক্স – (জ্যাভলিন থ্রো ফাইনাল) দুপুর ১.৩০
গল্ফ - সাড়ে ১২টা থেকে
হকি – (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৫টা
টেবিল টেনিস – দুপুর ১.৩০
কুস্তি – দুপুর ২.৩০
৯ অগাস্ট
বক্সিং – (ফাইনাল) দুপুর ১.৩০
অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
গল্ফ - সাড়ে ১২টা থেকে
হকি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
১০ অগাস্ট
বক্সিং – (পদক ম্যাচ) দুপুর ১টা
অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে
টেবিল টেনিস – (পদক ম্যাচ) দুপুর ১.৩০
কুস্তি – দুপুর ৩.৩০
বক্সিং - (পদক ম্যাচ) দুপুর ১টা
কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।