img

Follow us on

Friday, Jan 24, 2025

Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন ভারতের ৬ বক্সার, টিকিট পেলেন অমিত, জ্যাসমিন

Paris: লভলিনা, অমিতের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে বক্সিং রিং-এ সোনা ফলাতে চায় ভারত

img

প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ও জ্যাসমিন লামবোরিয়া।

  2024-06-03 19:15:41

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। অলিম্পিকের আসর থেকে বেশ কয়েকটি পদকজয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। বক্সিং রিং থেকেও পদক জয়ের সম্ভাব্য দাবিদার অমিত পাঙ্ঘাল, নিখাত জারিন, লভলিনারা।  প্যারিসের টিকিট হাতে পেয়েছেন ছয় জন ভারতীয় বক্সার। এদের মধ্যে চার কন্যা ও দুই ছেলে। রবিবার প্যারিসের ছাড়পত্র পেয়েছেন অমিত পাঙ্ঘাল ও  জ্যাসমিন লামবোরিয়া।

অমিত বিক্রম

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী বক্সার অমিত চিনের চুয়াং লিউকে ৫১ কেজি বিভাগে হারিয়েছেন ৷ রবিবার অলিম্পিকের দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার কঠিন লড়াইয়ে চিনের প্রতিপক্ষকে ৫-০ পয়েন্টে হারিয়েছেন তিনি ৷ এই জয়ের পর কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র রুপো জয়ী বক্সার ৷ দ্বিতীয় বিশ্ব যোগ্যতা অর্জন প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে মোট চারজন বক্সারের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল ৷ অর্থাৎ, প্রথম চারে যাঁরা শেষ করবেন, তাঁরাই প্যারিস অলিম্পিকের টিকিট পাবেন ৷ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতের তারকা বক্সার৷ অমিত পাঙ্ঘাল আসন্ন অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ভারতের হয়ে অংশ নেবেন ৷ এর পাশাপাশি ভারতের হয়ে পুরুষদের বক্সিংয়ে প্রতিনিধিত্ব করবেন নিশান্ত দেব (৭১ কেজি বিভাগ)৷ 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

মেয়েদের হয়ে রিং-এ কারা

মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫০ কেজি বিভাগে নিখাত জারিন অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট অর্জন করেছেন। তিনজনই এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। তাঁকে নিয়ে এবারও পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতবাসী। রবিবারই মেয়েদের ৫৭ কেজি বিভাগে জ্যাসমিন লামবোরিয়া সামার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন ৷

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Paris Olympics

Paris Olympics 2024

Amit Panghal

Jaismine Lamboria


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর