img

Follow us on

Saturday, Jan 18, 2025

Paris Olympics 2024: অলিম্পিক্স পদকের গুণমান নিয়ে প্রশ্ন! ব্রোঞ্জজয়ী অ্যাথলিটের পোস্ট নিয়ে জল্পনা

Olympics Medal: ব্রোঞ্জ পদকের রঙ ফিকে এক সপ্তাহেই! অলিম্পিক্স পদকের মান ঘিরে বিতর্ক...

img

ব্রোঞ্জ পদক জয়ী আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন।

  2024-08-12 18:24:18

মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের পদক অমূল্য। কোনও অর্থ দিয়ে তা বিচার করা যায় না। কিন্তু প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) তা নিয়েই চরম বিতর্ক তৈরি হল। অলিম্পিক্স সবে শেষ হয়েছে। এরই মধ্যে পদকের (Olympics Medal) রং উবে যাচ্ছে। আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন (Nyjah Huston) এই নিয়ে অভিযোগ করেছেন। ব্রিটিশ ডাইভার ইয়াসমিন হারপারও (Yasmin Harper) একই অভিযোগ করেছেন।

কী অভিযোগ

তিনি অলিম্পিক্স (Paris Olympics 2024) শুরুর প্রথম সপ্তাহেই স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর দশদিন পরে উদ্ধার করা গিয়েছে, ওই পদকের রং উবে যাচ্ছে। যে উজ্জ্বলতা প্রথমে ছিল, সেটি আর নেই। বরং দিনের দিন সেটি কমে যাচ্ছে। সেই নিয়ে এই মার্কিন অ্যাথলিট একটি ভিডিও করে সেটি সোশ্যাল সাইটে দিয়ে দিয়েছেন। তাতে প্যারিসের আয়োজকদের ট্যাগ করে লিখেছেন, "আমার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক।" নাইজাহর ইনস্টাগ্রামে ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘‘নতুন অবস্থায় এই অলিম্পিক্স পদকগুলি দারুণ দেখায়। কিন্তু ঘর্মাক্ত শরীরে এই পদক আমি পরেছি। কয়েকজন বন্ধুদেরও পরতে দিয়েছিলাম। এভাবে দিনসাতেক কাটতে না কাটতেই পদকের রং উঠে গেল। এটা ভীষণ রুক্ষও দেখাচ্ছে। এমনকী, সামনের দিকটাও কিছুটা কমতে শুরু করেছ। অলিম্পিক্স পদকের মান হয়তো কিছুটা হলেও বাড়ানো যেত। যে মানের হবে ভেবেছিলাম, তেমনটা হল না একেবারেই।’’

 ব্রিটিশ ডাইভার ইয়াসমিন হারপারও (Yasmin Harper) একই অভিযোগ করেছেন। ইয়াসমিন হারপারেরও পদক নিয়ে একই অভিযোগ। তিনিও ব্রোঞ্জ জিতেছেন। তিনি বলেছেন, ‘‘পদকের ভিতর জল বা কিছু ঢুকে গিয়েছে বলেই মনে হয়। আমার পদকের রং উঠে গিয়েছে। কেন হয়েছে, তা আমি নিশ্চিত নই।’’

অলিম্পিক্স কমিটির বিবৃতি

এই বিষয়টি নজরে এসেছে প্যারিসের (Paris Olympics 2024) আয়োজকদের। তারা ইমেলে ওই অ্যাথলিটদের লিখেছেন, কয়েকদিনের মধ্যেই ওই খারাপ হয়ে যাওয়া পদক প্রতিস্থাপিত করে দেওয়া হবে। এমনকী, কোনও অ্যাথলিটের এমন অভিযোগ থাকলে তাঁরাও যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। তাঁদেরও পদক (Olympics Medal) নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিপল স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টের সোনা-রুপো-ব্রোঞ্জ পদকের নকশা করেছে ফ্রান্সের একটি বিখ্য়াত জুয়েলারি সংস্থা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Paris Olympics 2024

Olympics Medal

Nyjah Huston

Yasmin Harper


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর