img

Follow us on

Saturday, Jan 18, 2025

PT Usha: ইতিহাস গড়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হলেন পিটি ঊষা

PT Usha: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদের নির্বাচনে জয়ী হলেন পিটি ঊষা।

img

পিটি ঊষা

  2022-12-11 13:49:34

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ক্রীড়া প্রশাসনে এক নতুন যুগের সূচনা করলেন পিটি ঊষা (PT Usha)। কিংবদন্তি পিটি ঊষা শনিবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে বসেছেন তিনি। তার সভাপতি হওয়ার কথা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল ও তাতে সিলমোহর দেওয়া হল। সুপ্রিম কোর্ট নিযুক্ত শীর্ষ আদালতেরই অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে গতকাল হল আইওএ নির্বাচন।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি…

ঊষা ভারতের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ (PT Usha)। ৫৮ বছর বয়সী পিটি ঊষা এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী এবং ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে  ৪০০ মিটার হার্ডলস ফাইনালে চতুর্থ স্থান অধিকার করেন। ১৯৮২ থেকে ১৯৯৪ সালের মধ্যে এশিয়ান গেমসে ১১টি পদক জিতেছিলেন ঊষা। তার মধ্যে ছিল চারটি সোনা। ১৯৮৬ সালের সোল এশিয়ান গেমসে ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০ মিটার হার্ডলসে ও ৪ X ৪০০ মিটার রিলে রেসে সোনা জিতেছিলেন তিনি। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসেও ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন ঊষা। এরপর ঊষা ১৯৯০ সালে অবসর ঘোষণা করেছিলেন। পরের বছর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ১৯৯৪ সালে ফের ট্র্যাকে ফেরেন হিরোশিমা এশিয়ান গেমসে। সেখানে তিনি রুপো জিতেছিলেন। ১৯৯৫ সালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তারপরেই ২০০০ সালে সিডনি অলিম্পিক্সের আগে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করে দেন তিনি।

আরও পড়ুন: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির পদে…

ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচন ছিল ১০ ডিসেম্বর। ২৭ নভেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উমেশ সিনহা জানিয়েছিলেন, ঊষা ছাড়া আর কেউ সভাপতি পদে মনোনয়ন জমা দেননি। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় ঊষা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলিম্পিক সংস্থার সভাপতি হবেন তা নিশ্চিত ছিল। ফলে ২৭ নভেম্বরই ঊষাকে (PT Usha) ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন কিরণ রিজিজু।

আইওএ-র ৯৫ বছরের ইতিহাসে এই প্রথম সভাপতি পদে বসলেন কোনও অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক স্তরে কোনও পদকজয়ী। ভারতের হয়ে ১৯৩৪ সালে টেস্ট খেলা মহারাজা যাদবিন্দ্র সিং আইওএ-র শীর্ষ পদে বসেছিলেন ১৯৩৮ সালে। তৃতীয় আইওএ সভাপতি হিসেবে দায়িত্বভার নেওয়ার পর সেই পদে ছিলেন ১৯৬০ সাল পর্যন্ত। তারপর এই প্রথম দেশের প্রতিনিধিত্ব করা কোনও ক্রীড়াবিদ আইওএ সভাপতি হলেন।

আইও-এর নির্বাচন ২০২১-এ হওয়ার কথা ছিল। কিন্তু আইওএ-এর সংঘাতের কারণে তা হয়নি। এই বছরের মধ্যে আইওএ-এর নির্বাচন না করে নতুন বোর্ড গঠন না করলে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা আইওএ-কে নির্বাসন করার হুঁশিয়ারি দিয়েছিল। ফলে এবছর নির্বাচন হতেই হত। তবে পিটি ঊষা (PT Usha) সভাপতি পদে বসার সঙ্গে সঙ্গেই আইওএ-এর অন্দরের সংকটের অবসান হল বলে মনে করা হচ্ছে। ফলে এবারে কিংবদন্তী ক্রীড়াবিদ পিটি উষার (PT Usha) নতুন ইনিংসের দিকে তাকিয়ে পুরো ক্রীড়া মহল।

Tags:

Pt Usha

IOA

Indian Olympics Association

PT Usha become first woman president of IOA


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর