img

Follow us on

Saturday, Jan 18, 2025

PV Sindhu: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

ফাইনালে তিনি কানাডার মিশেল লি-কে হারালেন ২১-১৫, ২১-১৩ গেমে।

img

জয়ের উচ্ছ্বাস সিন্ধুর।

  2022-08-08 17:26:58

মাধ্যম নিউজ ডেস্ক: "অধরা মাধুরী" ধরা দিল। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে তিনি কানাডার মিশেল লি-কে হারালেন ২১-১৫, ২১-১৩ গেমে। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। দু’বারের অলিম্পিক মেডেলিস্ট, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে পদকজয়ীর ক্যাবিনেটে এবার কমনওয়েলথের সোনা। গোল্ড কোস্ট কমনওয়েলথে একটু জন্য সোনা হাতছাড়া করেছিলেন। হেরে যান সতীর্থ সাইনা নেহওয়ালের বিরুদ্ধে। গ্লাসগোতে ব্রোঞ্জ পদকে শেষ করেছিলেন। এবার আর কোনও ভুল নয়। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন দেশের তারকা শাটলার। 

ফাইনালের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই প্রতিযোগীর মধ্যে। বিশ্বের ১৩ নম্বর মিশেল ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। সোনার মেয়ে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ফাইনালে খাতায়কলমে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। তবে শুরুতে লড়াই চালালেও পরে আর স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি লি। শেষ পর্যন্ত প্রতিপক্ষ মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে দেন সিন্ধু।

এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জেতেন সিন্ধু। এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। 

Tags:

PV Sindhu

CWG 2022

Commonwealth Games

PV Sindhu wins maiden singles gold


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর