Cricket: “আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন”, আবেগঘন গলায় বললেন অশ্বিন
আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা জানালেন অশ্বিন। পাশে বিরাট কোহলি।
মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেটের (Cricket) সব ফরম্যাটেই।” বুধবার সজল চোখে কথাগুলো বললেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি বলেন, “যদিও আমি মনে করি, আমার মধ্যে এখনও কিছুটা ক্রিকেট বাকি রয়েছে। সেটা ক্লাব স্তরের ক্রিকেটেই প্রকাশ করব। দেশের হয়ে এটাই শেষ।”
অস্ট্রেলিয়ার চলছে টেস্ট সিরিজ। তা শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। অবসর নেওয়ার সময় সাজঘরে বিরাট কোহলির পাশে বসে কেঁদে ফেলেছিলেন তিনি। তার পরেই ঘোষণা করলেন বিদায়ের কথা। ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সবাইকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”
এদিন ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে। তাই বন্ধ হয়ে যায় খেলা। সাজঘরে ফিরে যায় দুই টিমের খেলোয়াড়রাই। সেখানেই দেখা যায় কোহলির পাশে বসে রয়েছেন অশ্বিন। তাঁর চোখে জল। অশ্বিনকে জড়িয়ে ধরেন কোহলি। কোহলি উঠে যাওয়ার পরেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। ভারতের হয়ে অশ্বিন (Ravichandran Ashwin) খেলেছেন ১০৫টি টেস্ট ম্যাচ। উইকেট নিয়েছেন ৫৩৭টি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। করেছেন ৩ হাজার ৪৭৪ রান। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৬টি শতরান এবং ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট রয়েছে তাঁর দখলে।
আরও পড়ুন: মণিপুরে বিদ্রোহীদের ডেরায় মিলল স্টারলিঙ্ক ডিশ-রাউটার! কী বললেন ইলন মাস্ক?
এদিন সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অশ্বিন। বলেন, সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ভারতীয় বোর্ডকে। অনেক সতীর্থ সম্পর্কেই বলতে ইচ্ছে করছে। তবে কয়েকটা নাম না বললেই নয়। রোহিত, বিরাট, পূজারা আমার এই সফরে অনবদ্য কিছু ক্যাচ নিয়েছে। ওদের জন্যও অনেক উইকেট পেয়েছি। ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট (Cricket) বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।