img

Follow us on

Saturday, Jan 18, 2025

Rishabh Pant: হরিয়ানার বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ঋষভ! কেমন আছেন পন্থ?

পন্থ এখন স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। হাঁটু ও গোড়ালি অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও।

img

ঋষভ পন্থ। সুশীল মান।

  2022-12-31 12:36:33

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়ির ভিতরে কে? তখনও অজানা। চোখের সামনে ভোরবেলা এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বাস থামান হরিয়ানা রোডওয়েজের বাসচালক সুশীল মান। বাস থেকে নেমে ছুটে যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দিকে। চালকের আসনে বসে থাকা যুবককে কোনওমতে টেনে হিচড়ে বের করেন। সেই সময়ও তিনি জানতেন না যে যাকে উদ্ধার করছেন, তিনি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।

কেমন আছেন পন্থ

ঋষভ পন্থ এখন আগের থেকে ভাল রয়েছেন। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়। তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

মানবিক সুশীল

সুশীলের তৎপরতাতেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার ভোরে উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে দিল্লি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা। রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি (Car Accident)। এরপরে আগুনও ধরে যায় সেই গাড়িতে। ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, 'হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী'।

আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

দুর্ঘটনার কথা

দুর্ঘটনার বর্ণনা দিয়ে সুশীল বলেন, “গাড়িটি উল্টে যেতেই আমি রাস্তার একধারে বাস দাড় করাই এবং ডিভাইডারের দিকে ছুটে যাই। যেভাবে গাড়িটা উল্টে পাক খাচ্ছিল, আমি ভেবেছিলাম গাড়িটি উল্টে বাসের নীচে ঢুকে যাবে। গাড়ির চালক (ঋষভ পন্থ) জানালা থেকে অর্ধেক বেরিয়ে ছিল। যখন টেনে বের করার চেষ্টা করছিলাম, তখন ও আমায় জানায় যে ও ক্রিকেটার। আমি ক্রিকেট দেখি না, তাই জানতাম না কে ঋষভ পন্থ। কিন্তু আমার বাসে থাকা অন্যান্যরা ওকে চিনতে পারে।”জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ঋষভ পন্থ সুশীলকে তাঁর মাকে ফোন করার কথা বলেন। পন্থের ফোন থেকে তাঁর মাকে ফোন করা হলেও, তাঁর ফোন সুইচ অফ ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে টাকার ব্যাগও উদ্ধার করেন সুশীল। হরিয়ানা রোডওয়েজের পক্ষ থেকে তাঁদের ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিতকে সম্মানিত করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মানিত করা হবে এই ২ জনকে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

BCCI

Rishabh Pant

Rishabh accident update

sushil who rescued the cricketer from burning car


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর