তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার
ঋষভ পন্থ।
মাধ্যম নিউজ ডেস্ক: অস্ত্রোপচার হল ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের। গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ঋষভের লিগামেন্টে অস্ত্রোপচার করেছেন ডাক্তার দীনেশ পারদিওয়াল ও তাঁর দল। সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। হাসপাতালের পক্ষ থেকে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। কারণ, ঋষভের চিকিৎসাকর সব দায়িত্ব নিয়েছে বিসিসিআই। তাই মনে করা হচ্ছে, চিকিৎসকদের সবুজ সংকেত পেলে বোর্ডের পক্ষ থেকেই সব কিছু জানানো হবে। সূত্রের খবর, অস্ত্রোপচার সফল ও সুস্থ আছেন ঋষভ।
দিল্লি থেকে দেরাদুনে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। কার্যত তিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন। তবে লিগামেন্টে গুরুতর চোট পান উইকেটরক্ষক ব্যাটসম্যানটি। দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও অস্ত্রোপচার করতে পারেননি। কারণ, চোটগ্রস্ত অংশ ফুলে ছিল। আরও উন্নত চিকিৎসার জন্য ঋষভকে তড়িঘড়ি বোর্ডের পক্ষ থেকে মুম্বইয়ে আনা হয়। ডাক্তার দীনেশ পারদিওয়াল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত। অতীতে তিনি অনেকেরই সফল অস্ত্রোপচার করেছেন। তাই তাঁর উপরই বোর্ডের পক্ষ থেকে ঋষভের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে।
অস্ত্রোপচার হলেও ঋষভের পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। কারও মতে, চার মাসের আগে ক্রিকেটারটির মাঠে ফেরার সম্ভব নয়। অনেকে আবার বলছেন, এই ধরনের দুর্ঘটনা, চোটের গভীরতা ও অস্ত্রোপচারের বহর দেখে মনে হচ্ছে, ছ’মাসও লেগে যেতে পারে। অর্থাৎ ঋষভ পন্থ কবে জাতীয় দলের জার্সি পরে আবার মাঠে নামবেন তা বলা সত্যিই কঠিন। তাই ঘরের মাঠে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে তাঁর খেলার সম্ভাবনাও ক্ষীণ। এমনকী আইপিএলেও হয়তো তাঁর সার্ভিস পাবে না দিল্লি ক্যাপিটালস। তবে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভের রেকর্ড ভালো। সব ঠিক চললে, তিনি হয়তো এই ম্যাচে খেলতে পারেন বলে আশা করা হচ্ছে।