নিজের ট্যুইটার থেকে কী লিখলেন ঋষভ পন্থ
ঋষভ পন্থ
মাধ্যম নিউজ ডেস্ক: তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) দুর্ঘটনার পরে প্রথম হাঁটলেন। গত বছরেরএকেবারে শেষের দিকে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। এরপর ঋষভকে দেরাদুন থেকে মুম্বইতে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর চিকিৎসার সমস্ত ভার নিয়েছিল তখন।
ইতিমধ্যে নাগপুরে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন কেএস ভরত। ব্যাটে সফল না হলেও উইকেট কিপারের ভূমিকায় ভালোই দাগ কেটেছেন তিনি। নাগপুরের মাঠের দৃশ্য ঋষভ হয়ত হাসপাতালে বসে টিভিতে দেখছেন। তার মধ্যেই ঋষভ হাঁটতে শুরু করলেন। পায়ে ব্যান্ডেজ, হাতে ক্রাচ নিয়ে ঋষভ হাঁটছেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের ট্যুইটারে দুটি ছবি পোস্ট করেন পন্থ। ওই দুটি ছবিতে তাঁকে ক্রাচ হাতে হাঁটতে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে ভারতীয় দলের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant) লেখেন, ‘‘একটা পা সামনের দিকে, আরও একটা শক্তিশালী পদক্ষেপ এবং আরও একটা ভাল পদক্ষেপ।’’
One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5
তিনি যে দুর্ঘটনার পরে নতুন ইনিংস শুরু করছেন, সেটিও বোঝা যাচ্ছে নামী তারকার কথাবার্তায়। ছবিতে দেখা যাচ্ছে, ডানপায়ের হাঁটু থেকে পায়ের পাতার কিছুটা উপর পর্যন্ত ব্যান্ডেজ আছে পন্থের। ডান পা শূন্যে রেখে ক্রাচের উপর ভর দিয়ে তাঁকে পায়ে চপ্পল পরে হাঁটতে দেখা গিয়েছে। ডানহাতের কনুইয়েও ছোট একটা ব্যান্ডেজ দেখা গিয়েছে।
আরও পড়ুন: স্পিন-মন্ত্রেই বশ মানলেন কামিন্সরা! প্রথম দিনে মাত্র ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: