কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পারব।
টেনিস কোর্টে সানিয়া মির্জা।
মাধ্যম নিউজ ডেস্ক: যেখানে শুরু, সেখানেই শেষ। এর থেকে ভাল মঞ্চ আর কী-ই বা হতে পারে? চাইলে আরও কিছুদিন খেলতে পারতেন, কিন্তু না! সেরা মঞ্চকেই ইতি টানার জন্য বাছলেন ভারতীয় টেনিসের রানি সানিয়া মির্জা। তবে টেনিস জীবনের শেষ বেলায় এসে জয়ের দোরগোড়ায় থামতে হল সানিয়াকে। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না তাঁর। রোহন বোপান্নাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে রানার্স-আপ হলেন তিনি। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে।
২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নের রড লেভার এরিনা থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন সানিয়া। তারপর কেটে গিয়েছে ১৮টি বসন্ত। সেদিনের তরুণী এখন ৩৬। সেই মেলবোর্নেই টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচটা খেলে ফেললেন সানিয়া। বিদায় বেলায় চোখের জল বাঁধ মানল না ভারতীয় টেনিস সুন্দরীর। নিজে কাঁদলেন, কাঁদালেন তাঁর অসংখ্য অনুরাগীকে। ভারতের একমাত্র মহিলা টেনিস খেলোয়ার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস খেতাব।
“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
এদিন ফাইনালের পর সানিয়া বলেছেন, ‘‘আমি কাঁদছি। এটা আসলে খুশি অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরিনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার এরিনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভাল জায়গা আমার কাছে নেই।’’
আরও পড়ুন: ফের কিউইদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল ভারত, শুভমন-রোহিতের জোড়া শতরানে বাজিমাৎ
ফাইনালে কোর্টের পাশে স্বামী শোয়েব মালিক ছিলেন না। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত। দু’জনের সম্পর্কও সেরকম নেই। কিন্তু মা-এর সঙ্গে ছিল ছেলে। চার বছরের ইজহান মির্জা মালিক কিন্তু মাকে ফাইনালে সারাক্ষণ উৎসাহিত করেছে। ম্যাচের পর সানিয়ার মুখে শোনা গিয়েছে ছেলের কথা। সানিয়া বলেছেন, ‘‘আমার পরিবারের সকলে এখানে রয়েছে। কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে পারব। সেটাও হল।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।