Shahid Afridi: শাহিদ বলেন, “পাকিস্তান বোর্ড আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি।"
শাহিদ আফ্রিদি
মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। শনিবার তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রামিজ রাজার জায়গায় দায়িত্বে ফেরার পরদিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পুনর্গঠনে’ হাত দিয়েছেন নাজাম শেঠি। সরিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমকে। গতকাল অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। তাঁর সঙ্গে আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার অঞ্জুম মিলিয়ে তিন সদস্যের নির্বাচক কমিটি গড়া হয়েছে। আফ্রিদি সেই কমিটিরই প্রধান।
পাকিস্তান পুরুষ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক
পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজাকে সরিয়ে নাজম শেঠি দায়িত্ব নেওয়ার পরেই আনা হয়েছে একাধিক পরিবর্তন। পিসিবির তরফে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘পিসিবির ম্যানেজমেন্ট কমিটি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরুষ জাতীয় সিনিয়র দলের নির্বাচক মন্ডলীর অন্য সদস্যরা হলেন আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার অঞ্জুম। কনভেনার হবেন হারুন রশিদ।’
আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সাধারন সম্পাদক জয় শাহকে পাঠালেন মেসি
নাজম শেঠি বলেন, “শাহিদ আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন। কোনও ভয় ছাড়াই আজীবন ক্রিকেট খেলেছেন। ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সব ধরণের ফরম্যাটে সাফল্য রয়েছে। তার থেকেও বড় কথা, বরাবর তরুণ প্রতিভাকে উৎসাহ দিয়ে এসেছেন। আধুনিক ক্রিকেটের যে চ্যালেঞ্জ, সেটা সামলানোর জন্য আফ্রিদির থেকে ভাল কেউ এই মুহূর্তে নেই। আমি আত্মবিশ্বাসী যে নিজের ভাবনা এবং জ্ঞানের সাহায্যে পাকিস্তানের সেরা এবং যোগ্যতম ক্রিকেটারদের দলে বেছে নেবেন আফ্রিদি। পরের সিরিজে যাতে সাফল্য পাওয়া যায়, সে ব্যাপারেও অবদান রাখবেন।”
এই দায়িত্ব পাওয়ার পর শাহিদ (Shahid Afridi) বলেন, “পাকিস্তান বোর্ড আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দায়িত্ব পালনের ব্যাপারে কোনও খামতি রাখব না। জয়ের রাস্তায় ফেরার ব্যাপারে কোনও সন্দেহ নেই। আশা করি জাতীয় দল আগামী দিনে সাফল্য পাবে।” প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দল পর্যালোচনা করে দেখাই প্রধান কাজ হতে চলেছে আফ্রিদির। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।