যদিও এই নিয়ে কিছু মন্তব্য করেননি প্রিন্স অফ ক্যালকাটা। তিনি সাবধানে পা ফেলতে চান।
sourav2
মাধ্যম নিউজ ডেস্ক: আবারও একবার ক্রিকেটের ময়দানে। বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন মহারাজ। আবার ফিরছেন বাইশ গজে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের ডিরেক্টর পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এর আগেও সৌরভ দিল্লি দলের মেন্টর ছিলেন। কাজ করেছিলেন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে। এবার আরও বড় দায়িত্বে বসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
— Sourav Ganguly (@SGanguly99) January 1, 2023
আইপিএলের এক কর্তা বলেন, “এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।” ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। দিল্লি দলের মালিক পার্থ জিন্দলদের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাই এবারও দাদার দ্বারস্থ রাজধানী দল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন। তাই দিল্লির সঙ্গে জুড়তে এবার আর তাঁর বাধা নেই।
আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে 'ডেক্সা টেস্ট', কী এই পদ্ধতি?
এবার দিল্লি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হলেও দিল্লি কোচ রিকি পন্টিং সৌরভের দীর্ঘদিনের বন্ধু। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ। মহারাজ যদিও এই নিয়ে কিছু মন্তব্য করেননি। তিনি সাবধানে পা ফেলতে চান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।