img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sourav Ganguly: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন 'প্রিন্স অফ ক্যালকাটা'

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে থাকছেন সৌরভ, সচিব হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জয় শাহ

img

একান্ত আলোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ।

  2022-09-14 17:50:06

মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআই-এর (BCCI) সভাপতি পদে থেকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একইসঙ্গে সচিব হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জয় শাহ (Jay Shah)। আরও তিন বছর বোর্ডের সভাপতি এবং সচিব পদে থাকতে পারবেন তাঁরা। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি থাকছেন মহারাজ।

আরও পড়ুন: অন্য অনন্য রেকর্ড! বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ট্যুইটারে ৫ কোটি ফলোয়ারের গণ্ডি পার বিরাটের

বুধবার দুপুর দু'টো থেকে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। তারপর তাঁকে যেতে হবে 'কুলিং অফ'-এ। কিন্তু এবার সে নিয়মের বদল আনতে চলেছে শীর্ষ আদালত। ৩+৩ এর বদলে এবার করা হবে ৬+৬। অর্থাৎ দুই টার্মে ছ'বছর কাটানোর পর আর কুলিং অফে যেতে হবে না বোর্ডের কোনও আধিকারিককে। রাজ্য সংস্থায় ৬ বছর কাটানোর পর বিসিসিআইয়েও আরও ছ'বছর কাটাতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিক।

আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

লোধা কমিটির 'কুলিং অফ'নিয়ম অনুযায়ী, বছর দুই আগেই শেষ হয়েছে বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকাল। কিন্তু বোর্ডের তরফে আগেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়, যাতে 'কুলিং অফ পিরিয়ড' বাতিল করে দেওয়া হয়। বিসিসিআই-এর যুক্তি ছিল, এত কম সময়ে ভারতীয় ক্রিকেটে কোনও বৈপ্লবিক পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব নয়। তাছাড়া সৌরভ ও জয় শাহের কার্যকালের বেশিরভাগ সময়টা করোনার  আবহে কেটেছে। এই পরিস্থিতিতে যদি তাঁরা দায়িত্ব ছেড়ে দেন, তাহলে এই স্বল্প সময়ে যোগ্য ব্যক্তি পাওয়া মুশকিল। তাই সব দিক ভেবেচিন্তে ‘কুলিং অফ’ তুলে দেওয়া হোক। এদিন শেষ পর্যন্ত বিসিসিআইয়ের আর্জি মেনে নেয় সুপ্রিম কোর্ট।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Supreme court

Sourav Ganguly

Jay Shah

Jay Shah Can Have BCCI Term 2

Supreme Court Order on Sourav Ganguly


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর