img

Follow us on

Sunday, Jan 19, 2025

Spam Email: শচিন, ধোনিদের নামে জাল আইডি! জাতীয় নির্বাচক হওয়ার জন্য ভুয়ো মেল

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, স্প্যাম ই-মেলে ওই ভুয়ো আবেদনগুলি করা হয়েছে

img

সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগ।

  2022-12-23 17:18:52

মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ সদস্যের জাতীয় নির্বাচক কমিটি গঠনের জন্য আবেদনপত্র আহ্বান করেছিল বিসিসিআই। যাঁদের কাজ হবে ভারতীয় দল নির্বাচন। মজার ব্যাপার হল পাঁচ সদস্যের জাতীয় নির্বাচক কমিটিতে আবেদনকারীর সংখ্যা ৬০০। যেখানে শচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনির নাম রয়েছে। বাদ যাননি পড়শি দেশের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হকও। যদিও অধিকাংশ আবেদনপত্রই ভুয়ো (Spam Email)। শচিন, ধোনিদের মতো প্রাক্তন তারকা ক্রিকেটারদের নামে জাল আইডি বানিয়ে জাতীয় নির্বাচক হওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে।

বিসিসিআই যা বলছে

বিসিসিআই (BCCI) সূত্রে খবর, এই ঘটনায় বিড়ম্বনা বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ, অতীতে বেশ কয়েকবার জাতীয় নির্বাচক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হলেও এত আবেদন জমা পড়েনি। এবারের অধিকাংশ আবেদনই যে ভুয়ো (Spam Email) তা সিভির তথ্য খতিয়ে দেখার সময় জানতে পারা গিয়েছে। স্প্যাম ই-মেলে ওই ভুয়ো আবেদনগুলি করা হয়েছে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। তবে এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যরা। সিভি’র তথ্য যাচাই করে ১০জনকে শর্টলিস্ট করা হচ্ছে। যাদের ইন্টারভিউ নেওয়া হবে। ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে পাঁচজন জাতীয় নির্বাচককে।

আরও পড়ুন: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য হলেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই নতুন নির্বাচকদের নাম বোর্ডের কাছে প্রস্তাব করবে। ৩ জানুয়ারি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। তার পরে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। দু’টি সিরিজের দল নির্বাচনের দায়িত্ব থাকবে নবনির্বাচিত নির্বাচকদের হাতে। উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতি থাকাকালীন চেতন শর্মার নেতৃত্বে পাঁচ সদস্যের জাতীয় নির্বাচক কমিটি তৈরি হয়েছিল। কিন্তু বোর্ড সভাপতি পদে সৌরভ পুনর্নির্বাচিত না হওয়ার পরেই জাতীয় নির্বাচক কমিটিকে বরখাস্ত করে বোর্ডের নতুন কমিটি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

BCCI

Sachin Tendulkar

spam email received by bcci

national selectors Cricketers


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর