img

Follow us on

Sunday, Jan 19, 2025

Asia Cup 2022: বদলার ম্যাচ পাকিস্তানের! জিতে ফাইনালে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার

চোট আঘাতে জর্জরিত দুই দল। সমর্থকদের চাপ সামলে বাইশ গজে শান্ত থাকাটাই বড় বিষয়

img

টিম ইন্ডিয়া।

  2022-09-04 08:33:29

মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সানডে। এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতকে হারিয়ে বদলার ম্যাচ বাবরদের। শান্ত থেকে, সেরাটা দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন প্রমাণ করতে মরিয়া রোহিতরা। এই ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, বাড়তি উৎসাহ। সম্মানের লড়াইও বটে। দু’দেশের সমর্থকরাই এই ম্যাচে জয়কে প্রাধান্য দেন। 

দু’দলেই চোট আঘাতের সমস্যা রয়েছে। তবে এটা খেলার অঙ্গ বলে মনে করছে দুই শিবিরই। চোটের জন্য দলের সেরা বোলার শাহিন আফ্রিদিকে এশিয়া কাপে পায়নি পাকিস্তান। পরে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যান মহম্মদ ওয়াসিম জুনিয়র। এবার ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচের আগে চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন শাহনওয়াজ দাহানি।আফ্রিদিদের অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগে দাহানির উপর অনেকটাই নির্ভর করছিল পাকিস্তান। কেরিয়ারে মোটে ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা শাহনওয়াজের ব্যাটের হাতটাও মন্দ নয়। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দাহানির চোটের কথা জানানো হয়। শাহনওয়াজের বদলে হাই-প্রোফাইল ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন অভিজ্ঞ পেসার হাসান আলি।

আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

অন্যদিকে, চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতকে তাদের প্লেয়িং ইলেভেনে রদবদল করতেই হবে। জাদেজার বদলে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন বা রবি বিষ্ণোইয়ের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে ভারত। ব্যাটের হাত ভালো বলে অক্ষর বা অশ্বিনের মধ্যে একজন থাকতে পারেন। বাঁ-হাতি স্পিনার রাখতে চাইলে অক্ষর ঢুরবেন। অন্যদিকে হংকং ম্যাচে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে দলে ফিরবেন, এটা অবশ্যম্ভাবী।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক/ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল/রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং।

ম্যাচ শুরু: সন্ধ্যা সাড়ে ৭টায়, দেখা যাবে স্টার স্পোর্টসে

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Super Sunday Super Four Battle

Asia Cup 2022 India vs Pakistan

India vs Pakistan high voltage match


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর