India vs Afghanistan: রানে ফিরতে মরিয়া কোহলি, ভারত-আফগানিস্তান ম্যাচে স্পিন আক্রমণই ভরসা দুপক্ষের
ভারতীয় দলের অনুশীলন।
মাধ্যম নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। রোহিতরা জানেন প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ। আর ক্যারিবিয়ান উইকেটে স্পিনাররা সাফল্য পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তাই ভারতও অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবতে পারে। সুপার এইটের ম্যাচে ভারতের (India vs Afghanistan) তুরুপের তাস হতেই পারেন কুলদীপ যাদব।
সুপার এইট পর্বের (T20 World Cup 2024) ম্যাচগুলো ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানকার উইকেট আমেরিকার উইকেটের থেকে অনেকটাই আলাদা হবে। আমেরিকার উইকেটে বাউন্সের সমস্যা ছিল। স্পঞ্জি বাউন্স, বল হঠাৎ হঠাৎ করে ওঠানামা করার ফলে এই উইকেট পেসারদের সহায়তা করেছে। তবে ক্যারিবিয়ানভূমে উইকেট একেবারেই পাটা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আদর্শ টি-টোয়েন্টি ফর্ম্যাটের ব্যাটার সহায়ক উইকেট হতে চলেছে এই উইকেটগুলো। মাঝে-মাঝে এই উইকেটে বল স্পিন করতে পারে বলেও আশা বিশেষজ্ঞদের। এই পাটা উইকেটে ভারতের হয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব, এমনই ধারণা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং-এর। ফ্লেমিং আশা করেছেন, ভারতীয় প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে কুলদীপকে। তাঁর মতে ক্যারিবিয়ানভূমের উইকেটে বল হাতে ভারতের হয়ে ম্যাচ উইনার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে কুলদীপের।
Gearing 🆙 for the Super 8s 👌 👌
— BCCI (@BCCI) June 19, 2024
Prep Mode 🔛 for #TeamIndia 👍 👍#T20WorldCup pic.twitter.com/DjR38cuJZi
সোম ও মঙ্গলবার প্র্যাকটিস নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় কিং কোহলিকে। বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে রানে ফিরতে মরিয়া বিরাট। চলতি বিশ্বকাপে ৩টি ইনিংসে মাত্র ৫ রান করেছেন বিরাট। এদিন অনুশীলনেও তাঁকে অস্বস্তিতে পড়তে হয়। তাঁর চোখ-মুখে চিন্তার ছাপ ছিল স্পষ্ট। মঙ্গলবার বার্বাডোজে অনুশীলনের সময়ে দলের চার স্পিনার জাদেজা, কুলদীপ, অক্ষর, চাহাল সকলকেই হাত ঘোরাতে দেখা যায়। রোহিত-সূর্যরা দলের স্পিনারদের বিপক্ষে খেলে নিজেদেরও ঝালিয়ে নেন। আফগানিস্তান এবার বিশ্বকাপে ভাল খেললেও রশিদ খান, মহম্মদ নবি, নুর আহমেদদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, আইপিএলে এই বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট কোহলিরা। তাই আফগান স্পিনারদের (India vs Afghanistan) শক্তি-দুর্বলতা জানেন তাঁরা। এদিন অনুশীলনে কুলদীপকেও দীর্ঘক্ষণ হাত ঘোরাতে দেখা গিয়েছে। মঙ্গলবার কোহলি ও রোহিতকে বল করেন কুলদীপ। অনুশীলনে মাঝে মাঝেই কুলদীপের কাছে পরাস্ত হন দুই ওপেনার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।