India vs Bangladesh: প্রস্তুতি ম্যাচ নেই পাকিস্তানের, ভারত-বাংলাদেশ মুখোমুখি ১ জুন
বিশ্বকাপ ফাইনালের সেই রাত। নতুন আশায় টিম ইন্ডিয়া।
মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের (T20 World Cup 2024) মহাযুদ্ধ। আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। দীর্ঘদিন কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। ক্রমাগত ভাল খেললেও তীরে এসে তরী ডুবেছে বারবার। গতবছরও একদিনের বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল রোহিত অ্যান্ড কোং। স্বপ্ন ভঙ্গ হয়েছিল ১৪০ কোটি ভারতবাসীর। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তাই ট্রফি জয়ের জন্য মরিয়া রোহিতরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে একটি খেলাই খেলতে পারবে টিম ইন্ডিয়া। ১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত (India vs Bangladesh) ৷
আইসিসি প্রতিটি দলকে কমপক্ষে দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ৷ এবার কোন দল ক’টি ম্যাচ খেলবে, তা নির্ভর করছে তাদের আয়োজক দেশে পৌঁছানোর উপর ৷ ভারতে এই মুহূর্তে আইপিএল চলছে ৷ ২৬ মে ফাইনাল হবে ৷ সূত্রে খবর অনুযায়ী, ভারতীয় দল (India vs Bangladesh) দু’ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছবে ৷ প্রথম দলটি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ হলেই রওনা দেবে ৷ আর আইপিএল ফাইনালে টি-২০ বিশ্বকাপ দলের কোনও ক্রিকেটার খেললে, তাঁরা দ্বিতীয় ধাপে রওনা দেবেন ৷ ফলে পুরো ভারতীয় দল ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ৷ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ৫জুন ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷
Warm-up matches locked in as teams finalise #T20WorldCup preparations 💪
— ICC (@ICC) May 17, 2024
Details 👉 https://t.co/gK77tLd7kN pic.twitter.com/7bD5laV04u
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দুই ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ও ইংল্যান্ড নিজেদের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেই কারণে তাদের কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউ জিল্যান্ড। তাই তাদেরও কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ১৬টি প্রস্তুতি ম্যাচের তালিকা ঘোষণা করেছে। এই ম্যাচগুলি অবশ্য আন্তর্জাতিক ম্যাচের তালিকাভুক্ত নয়। তাই প্রতিটি দল নিজেদের ১৫ জনকেই খেলাতে পারবে। ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেললেও কয়েকটি দল দু’টি করে খেলবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।