img

Follow us on

Sunday, Jun 30, 2024

T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

India vs England: দুরন্ত বোলিং ইংল্যান্ডের! ফের ব্যর্থ কোহলি, অর্ধশতরান রোহিতের

img

বারবার বৃষ্টিতে ব্যহত ভারত-ইংল্যান্ড ম্যাচ।

  2024-06-28 00:07:00

মাধ্যম নিউজ ডেস্ক: বারবার বৃষ্টি বাধা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড (India vs England) সেমিফাইনাল ম্যাচে। আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। বৃষ্টিবিঘ্নিত গায়ানায় পিছিয়ে গেল বিশ্বকাপ সেমিফাইনালে (ICC T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে টস হল রাত সড়ে ৮টার পর। ৮.৫০ মিনিটে। তারপর শুরু হয় খেলা। তবে তা-ও বৃষ্টিবিঘ্নিত। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। এক প্রান্ত আটকে রেখে রোহিত করলেন ৫৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায়

টসে জিতে বোলিং

এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ভিজে মাঠে সুইং পেলেন ইংল্যান্ডের (India vs England) বোলাররা। এদিনও ব্যর্থ বিরাট। টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে। দাঁড়াতে পারলেন না পন্থ। প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)। এদিনও খেলা ধরলেন রোহিত ও সূর্য। কিন্ত ৮ ওভারের মাথায় ফের নামল অঝোড়ে বৃষ্টি। ভারত তখন ৬৫। ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।

কখনও মেঘ, কখনও বৃষ্টি। বর্তমানে এটাই গায়ানার অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার কিছুক্ষণ পরেই সব বন্ধ। যদি খেলা ভেস্তে যায়, তা হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার ৮-এ গ্রুপ শীর্ষে শেষ করেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সেখানে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। সেই কারণে, খেলা না হলে সুবিধা হবে ভারতের। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

 

Tags:

bangla news

Semi Final

 madhyom

T20 World Cup 2024

India vs England


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর