অতীতেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। তবে এটা যেন সবার থেকে আলাদা
বিরাট কোহলি।
মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের (India vs Pakistan) অবিশ্বাস্য জয়ের নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৮২ রান। অতীতেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। তবে চাপের মুখে পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যেভাবে তিনি একা ম্যাচটা বের করেছেন, তা দেখে বিস্মিত ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর, থেকে সুনীল গাভাসকর, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ইয়ান বিশপ, প্রত্যেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ও ট্যুইটে জানান,
Geeze I don’t think I can ever recall a better game of T20 cricket than what we’ve just seen at the MCG. Amazing stuff from both teams. Virat’s dig one of a kind.👏👏
— Mark Waugh (@juniorwaugh349) October 23, 2022
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে বিরাটের বন্ধুত্ব সকলেরই জানা। তাঁরা একসঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কঠিন সময়ে বার বার কোহলির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এবি’কে।
Virat, that was incredibly special my friend! The best of the best👏
— AB de Villiers (@ABdeVilliers17) October 23, 2022
সুদিনেও বন্ধুর জয়গান শোনা গেল ডিভিলিয়ার্সের কণ্ঠে।
.@imVkohli, it was undoubtedly the best innings of your life. It was a treat to watch you play, the six off the back foot in the 19th over against Rauf over long on was spectacular! 😮
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2022
Keep it going. 👍 #INDvPAK #T20WorldCup pic.twitter.com/FakWPrStMg
কোহলিতে মুগ্ধ শচীন তেন্ডুলকর ট্যুইটবার্তায় জানান, 'প্রশ্নাতীতভাবে এটাই যে তোমার জীবনের সেরা ইনিংস, সেটা বলার অপেক্ষা রাখে না। ১৯তম ওভারে রউফের বলে ব্যাকফুটে গিয়ে লং অন দিয়ে তোমার ছক্কা মারা দেখে আমি অভিভূত। তুমি এগিয়ে চলো।'
At a loss for words… Wouldn’t have preferred anyone else with me out there @imVkohli 👑🫡 One of the best games of my life 🇮🇳 pic.twitter.com/jWge1qy5lj
— hardik pandya (@hardikpandya7) October 23, 2022
হার্দিক পান্ডিয়া বলেন, 'আমি বাকরুদ্ধ। বিরাট ভাইয়ের এই মহাকাব্যিক ইনিংসের বর্ণনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা আমার জীবনের অন্যতম একটি সেরা ম্যাচ।'
A match for the ages! A match that’ll go down in the history books. Well done India 🇮🇳 Well done @imVkohli 👏 pic.twitter.com/Fs5bDFe2jW
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) October 23, 2022
যশপ্রীত বুমরাহের কথায়, 'এই ম্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে। দুর্দান্ত খেলেছে ভারত। অনবদ্য ব্যাটিং বিরাট কোহলির।'
Kept his cool @ashwinravi99 leaving that ball for a wide !!! What a game unbelievable!!’ #indiavspak is always more than a game ‘ it’s an emotion !!! 🇮🇳 greatness personified @imVkohli 👏
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 23, 2022
ওয়েস্টইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ
Oh my gosh. What a game #ICCT20WorldCup That was wild!!!!
— Ian Raphael Bishop (@irbishi) October 23, 2022
অসি তারকা ব্র্যাড হগ জানান,
Pakistan and India thank you for not letting the hype before the game turn into a fizzle. Another great match between you both, need more of it. Fans of both teams be proud of all players. #INDvPAK #T20worldcup22
— Brad Hogg (@Brad_Hogg) October 23, 2022
অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস লাবুসানেও আপ্লুত কিং কোহলিকে দেখে
Wow this game is unbelievable!!! 🤯🤯 #INDvsPAK
— Marnus Labuschagne (@marnus3cricket) October 23, 2022
দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ট্যুইট করে জানিয়েছেন
This game is ridiculous!!!!
— Dale Steyn (@DaleSteyn62) October 23, 2022