img

Follow us on

Sunday, Jan 19, 2025

T20 World Cup: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত

চলতি বছরের মেন ইন ব্লু ৫৭ টি ম্যাচ খেলে, জয় ছিনিয়ে নিয়েছে ৩৯ টি। ২০০৩ সালে ৪৭ টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৮ টি।

img

বিজয়ীর হুঙ্কার।

  2022-10-25 13:54:57
মাধ্যম নিউজ ডেস্ক: টি ২০ বিশ্বকাপে দুরন্ত সূচনা করেছে ভারত। রোমাঞ্চকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (India vs Pakistan) চার উইকেটে উড়িয়ে দিয়েছে রোহিত বাহিনী। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ভারত গড়ে ফেলেছে এক অনন্য রেকর্ড। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড এখন ভারতের ঝুলিতে। বিরাট কোহলিরা, টপকে গিয়েছেন গতবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চলতি বছরের মেন ইন ব্লু ৫৭ টি ম্যাচ খেলে, জয় ছিনিয়ে নিয়েছে ৩৯ টি। ২০০৩ সালে ৪৭ টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৮ টি।
 
আরও পড়ুন: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা
 
টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে বছর শুরু করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এবছর কুড়ি-বিশের ফরম্যাটে বড় সাফল্য আসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ান ব্রিগেডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। সাফল্যের সেই ধারা অব্যাহত থাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে। টি-টোয়েন্টি সিরিজে দ্বীপ রাষ্ট্রকে দ্রাবিড়ের ছেলেরা হারিয়েছিলেন তিন শূন্য ব্যবধানে। আর টেস্ট সিরিজের ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফের দেশের মাটিতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল রোহিত বাহিনী। তবে এই সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়। কারণ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল পঞ্চম ম্যাচটি। 
 
আরও পড়ুন: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা
 
এরপর ভারতীয় দল পাড়ি দিয়েছিল। ইংল্যান্ডে। একমাত্র টেস্ট ম্যাচটি সুখের না হলেও, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ দুই-এক ব্যবধানে জিতেছিল ভারত। বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের টেস্ট খেলতে ব্যস্ত ছিলেন তখন ভিভিএস লক্ষণের প্রশিক্ষণে ভারতের দ্বিতীয় দলটি আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল। জয় এসেছিল প্রত্যাশিত পথেই (২-০)। ভারতীয় দল গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। আর একদিনে সিরিজে মেন ইন ব্লু ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ জেতে ভারত।

Tags:

BCCI

T20 World Cup

india has now own record match in the calendar