India vs Afghanistan: বিশ্বকাপে আজ সুপার এইটে ভারতের সামনে আফগানিস্তান, কখন দেখবেন খেলা?
রোহিতের নজরে কুলদীপ যাদব।
মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান উইকেটে বরাবরই রিস্ট স্পিনাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। এই ভাবনা মাথায় রেখেই সুপার এইটের প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে দলে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের (T20 World Cup 2024) আগে সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়। মিস্টার ডিপেন্ডবল জানান, যুজবেন্দ্র চহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।
আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারত। সেখানকার পিচ আলাদা। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, “কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে আলাদা কিছু দরকার। কুলদীপ বা চহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার রয়েছে। আমরা ভাগ্যবান।” ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে পারে। দ্রাবিড়ের কথায়, “প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।”
Final training session for India in Barbados ahead of their opening Super Eight fixture at the #T20WorldCup against Afghanistan 🙌 pic.twitter.com/hozhIuF5fM
— T20 World Cup (@T20WorldCup) June 20, 2024
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘের আনাগোনা থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারত বনাম আফগানিস্তান ম্যাচ (T20 World Cup 2024) বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুসারে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।
Preparations finalised for Afghanistan ahead of their Super Eight contest against India at the #T20WorldCup 👀 pic.twitter.com/LJqkSSr82q
— T20 World Cup (@T20WorldCup) June 20, 2024
ম্যাচটি (India vs Afghanistan) ভারতীয় সময়ে রাত ৮ টায় শুরু হবে। স্টার স্পোর্টসের বিভিন্ন নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) এই ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।