প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে এগোতে চায় টিম ইন্ডিয়া
মুখোমুখি ভারত ও ইংল্যান্ড।
মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে পৌঁছেছে ভারত। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারের টিকিট পাকা করলেও ইংল্যান্ডকে যথেষ্ট শমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেছেন "ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাই সেমিফাইনালে লড়াই বেশ কঠিন হবে। তার জন্য মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে আমরা যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানকার পিচের চরিত্র একটু ভিন্ন। অ্যাডিলেডে আমরা একটা ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। উইকেটের দুপাশের বাউন্ডারি অন্য মাঠগুলির তুলনায় ছোট। তাই বোলিং এর সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে।"
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান
রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারায় টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের ফলের উপর ভারতের সেমিফাইনাল ভাগ্য শেষ পর্যন্ত জড়িয়ে থাকেনি। কারণ গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তখনই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শেষ চারে ওঠার পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। বাংলাদেশকে হারানোর সুবাদে বাবর আজমরা গ্রুপের দ্বিতীয় হয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে।
আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ শীর্ষে ভারত, সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড
২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার সম্ভাবনা উজ্জ্বল। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রানে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। তবে সবাইকে ছাপিয়ে ভারতীয় সমর্থকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম সূর্য কুমার যাদব। চলতি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। শুধু রানই করছেন না তিনি, তার শটের বৈচিত্র্যে বিস্মিত অনেকেই। রোহিত শর্মা এটা ভালোই জানেন যে যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড কিন্তু এত সহজে তাদের জায়গা ছাড়বেন না। তাই এখন থেকেই ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন তিনি । বরং সেমি ফাইনাল ম্যাচেই বাড়তি ফোকাসের ওপর জোর দিয়েছেন অধিনায়ক। রোহিতের কথায়, "আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ফাইনাল নিয়ে ভেবে শুধু শুধু চাপ বাড়িয়ে লাভ নেই। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে কিভাবে আমরা সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।