আয়ারল্যান্ডের কাছে নয় উইকেটে লজ্জার হার জেসন হোল্ডার, নিকোলাস পুরানদের
আইরিশ রূপকথায় হার ক্যারিবিয়ানদের।
মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান ক্রিকেটের লজ্জা। টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর যোগ্যতা অর্জন করতে পারল না দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যাঁদের শেষ চারে দেখার আশা প্রকাশ করেছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল তারা যোগ্যতাই অর্জন করতে পারল না। ২০১২ ও ২০১৬। টি২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুক্রবার আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে এবারের প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল ক্যারিবিয়ানদের।
হোবার্টে শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করে ক্যারিবিয়ানরা। লড়াই করেন একমাত্র ব্র্যান্ডন কিং। চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটার বড় রান পাননি। ১৫ বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে সেই রান টপকে যায় আইরিশরা। ৬৬ রান করে অপরাজিত থাকে ওপেনার পল স্টার্লিং। তাঁর ৪৮ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একজোড়া ছক্কা। অপর ওপেনার অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ২৩ বলে ৩৭ রান করেন। তিন নম্বরে নামা লরকান টাকার ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম, দেখে নিন সূচি
গ্রুপ পর্যায়ে তিন ম্যাচের মধ্যে দু'টিতেই হেরে গেলেন জেসন হোল্ডার, নিকোলাস পুরানরা। প্রথম ম্যাচে তাঁদের সহজেই হারিয়ে দিয়েছিল স্কটল্যান্ড। ব্যাটিং ব্যর্থতার জেরে সেই ম্যাচে ৪২ রানে হারতে হয় ক্যারিবিয়ানদের। এরপর দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩১ রানে হারিয়ে সুপার ১২-এর আশা জিইয়ে রাখতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধেও জয় দরকার ছিল। কিন্তু ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। হতাশ ক্রিকেটপ্রেমীরা। টি২০ বিশ্বকাপে এবারের মতো আর দেখা যাবে না ক্যারিবিয়ান ক্যালিপসো।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।