img

Follow us on

Saturday, Nov 23, 2024

Virat Kohli: গোপনীয়তা কোথায়? হোটেলের ঘরের ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ বিরাট! ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ

আপনার শোওয়ার ঘরে ঢুকলে কেমন লাগবে? প্রশ্ন বিরাট পত্নী অনুষ্কার

img

বিরাট কোহলি।

  2022-10-31 17:21:14

মাধ্যম নিউজ ডেস্ক: হোটেলের ঘরেই গোপনীয়তা রক্ষা হচ্ছে না, তাহলে কোথায় হবে? প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের (Virat Kohli) হোটেলের ঘরের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। পার্থের  ক্রাউন রিসোর্ট (Crown Resorts) হোটেলে ছিল ভারতীয় দল। সেই হোটেলেই কোহলির অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢুকে কয়েকজন একটি ভিডিও তোলে। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তাঁরা। তাঁর জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও প্রকাশ করে কোহলি লিখেছেন, "আমি বুঝি যে, ফ্যানরা তাদের ফেভারিট প্লেয়ারদের দেখলে রোমাঞ্চিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি সবসময় প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিও সাংঘাতিক। আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত। যদি আমি নিজের হোটেল রুমেই কোনও ব্যক্তিগত পরিসর না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি?" এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, "এই ধরনের ভালবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।" এই ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও। তিনি লিখেছেন, ‘‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।’’ এই ঘটনায় ক্ষুব্ধ বিরাট পত্নী অনুষ্কা শর্মা। তিনি লিখেছেন, ' অনেকে মনে করেন সেলেবদের এ ধরনের ঘটনা সহ্য করতে হবে। কিন্তু কারও ব্যক্তিগত জগতে ঢোকা অপরাধ। আপনার শোওয়ার ঘরে ঢুকলে কেমন লাগবে?' প্রশ্ন করেন অনুষ্কা। তাঁর কথায়, 'অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ক্রাউন রিসোর্ট।  চিঠিতে তারা লিখেছে, 'চূড়ান্ত হতাশাজনক! আমাদের হোটেলে অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা সর্বাধিকার পায়। আমরা এই ঘটনায় অত্যন্ত হতাশ। আমরা আমাদের অতিথির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এরকম আচরণ কোনওভাবে বরদাস্ত করা হবে না।' হোটেলের তরফে জানানো হয়েছে যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। মূল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয়েছে। ক্রাউন তদন্ত চালাবে। হোটেল কর্তৃপক্ষ লিখেছে, 'যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর না হয়,তা আমরা দেখব। আমরা ভারতীয় ক্রিকেট দল ও আইসিসি-র কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি।'

Tags:

Virat Kohli

India Cricket

T20 World Cup 2022

Crown Resorts


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর