সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি, অভিমত রোহিতের
সূর্যকুমার যাদব।
মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মাইন্ড গেমও। সেটাই যেন ধরা পড়লো সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানটি। গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে সেরা হয়েছেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস মন জয় করে নিয়েছে ক্রিকেট মহলের। রান তো অনেকেই করেন, কিন্তু সূর্য কুমার যাদব যেভাবে বিশ্বের তাবড় বোলারদের বিরুদ্ধে অভিনব শটে চার ছক্কা হাঁকাচ্ছেন তা বড়ই বিস্ময়ের। সূর্যের স্টাইলে মুগ্ধ সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ থেকে রাহুল দ্রাবিড় সকলেই।
Sky is special.
— Virender Sehwag (@virendersehwag) November 6, 2022
SKY is limitless…
Brilliant stuff. Always a treat to watch.#SuryakumarYadav pic.twitter.com/EsZ7vG4gcG
রবিবার ম্যাচ শেষে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে সূর্য কুমার যাদবের কাছে জানতে চান তার এই অভিনব শর্টগুলির রহস্য। জবাবে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, "আমি চেষ্টা করি বোলারের মন বোঝার। বোলার কি ধরনের বল করতে চাইছে সেটা আন্দাজ করেই শর্ট মেরে থাকি। তবে এই ধরনের শর্ট খেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাবার বলে। ব্যাটে বলে টাইমিং ঠিকমতো না হলে এই ধরনের শটে সাফল্য পাওয়া যায় না। তাই বোলার কি ভাবছে সেটা সঠিকভাবে আন্দাজ করাটাও আমার কাজ।" কব্জির মোচরে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে সূর্য কুমার যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তা সহজ ব্যাপার নয়। সূর্য কুমার যাদবের কাছে এর রহস্য জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। তখন তিনি বলেন, "বাউন্ডারি অনেক বড়। কিন্তু আমি যখন ব্যাট করি তখন সেটা মনে হয় ৬০-৬৫ মিটার। প্রচন্ড গতিতে ধেয়ে আশা বলে সঠিক টাইমিং করতে পারলে, এবং ব্যাটের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারলে ছক্কা হাঁকানো মোটেও মুশকিল নয়।"
আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের
তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, সূর্য সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন এবি ডিভিলিয়ার্স। আমি শুধু তাঁর খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। একথা স্বয়ং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
অধিনায়ক রোহিত শর্মাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানটিকে। সূর্য প্রসঙ্গে রোহিত বলেন, "সূর্য যেরকম পারফরম্যান্স মেরে ধরছে, তা এক কথায় অনবদ্য। ও নিয়মিত রান পাচ্ছে বলে আমাদের অন্য ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে যাচ্ছে। সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি। কারণ প্রতিপক্ষ যতই কঠিন হোক, যেমনি হোক পিচের চরিত্র সূর্য কিন্তু নিজের মতো খেলে যায়। শুরু থেকে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে তা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই চাইছি ওর এই ফর্ম আরও দুটি ম্যাচে বজায় থাকুক। তাহলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে।"
.@imVkohli approves 👌 👌#TeamIndia | @surya_14kumar | #T20WorldCup | #INDvZIM pic.twitter.com/2aFdGaqct7
— BCCI (@BCCI) November 6, 2022
এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। যা প্রতিযোগিতার এখনও সর্বোচ্চ। সঙ্গে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৩টি অর্ধশতরান। অপরদিকে, সেমি ফাইনালে ওঠা দলগুলির মধ্যে কোহলির সবথেকে কাছে রয়েছেন সূর্যকুমার। ৫ ম্যাচে রান ২২৫। স্কাইয়ের ব্যাট থেকেও এসেছে ৩টি অর্ধশতরান। এখন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুই ভারতীয়। শেষ হাসি যেই হাসুক আখেড়ে লাভ হবে দলেরই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।