Delhi: দাবাকে তুলে ধরুক আম-আদমির সরকার, দাবি দিল্লির সোনার মেয়ে তানিয়ার
ভারতীয় দাবাড়ু দিল্লির মেয়ে তানিয়া সচদেব। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের দরবারে ভারতীয় দাবাড়ুদের এখন আধিপত্য। একের পর এক খেতাব অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করছেন গুকেশ ডোম্মারাজু,প্রজ্ঞানন্দ রমেশবাবু, বৈশালী, তানিয়ারা। কিন্তু দিল্লি সরকার এই সমস্ত ক্রীড়াবিদদের পুরস্কৃত করার জন্য বিশেষ পদক্ষেপ করছে না বলে এবার অভিযোগ করলেন ভারতের মহিলা দাবাড়ু তানিয়া সচদেব (Tania Sachdev)। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের (Delhi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
ভারতীয় দাবাড়ুদের মধ্যে সর্বাধিক সাফল্য পেয়েছেন তামিলনাড়ুর দাবাড়ুরা। দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে একাধিক দাবাড়ু উঠে এলেও দিল্লি থেকে তেমন ভাবে দাবাড়ুরা উঠে আসছেন না। যার জন্য অবশ্য দিল্লি সরকারকেই দুষছেন তানিয়া সচদেব (Tania Sachdev)। নিজের এক্স হ্যান্ডেলে তানিয়া লেখেন, "২০০৮ সাল থেকে ভারতের হয়ে দাবা খেলছি। দাবাতে কৃতিত্বের জন্য দিল্লি সরকারের কাছ থেকে স্বীকৃতির অভাব দেখে আমি হতাশ। যে রাজ্যগুলি তাদের চ্যাম্পিয়নদের সমর্থন করে এবং তাদের জয় উদযাপন করে ওই রাজ্যগুলিই সরাসরি শ্রেষ্ঠত্বকে অনুপ্রাণিত করে এবং প্রতিভাকে তুলে ধরতে সক্ষম। দুঃখের বিষয়, দিল্লি এখনও এই পদক্ষেপ নিতে পারেনি।"
Having played for India since 2008 It’s disheartening to see a lack of recognition from the Delhi government for achievements in chess. States that support and celebrate their champions, directly inspire excellence and motivate talent. Sadly, Delhi has yet to take this step
— Tania Sachdev (@TaniaSachdev) December 23, 2024
In…
তিনি আরও লেখেন, "২০২২ সালে চেস অলিম্পিয়াডে আমি ব্যক্তিগত এবং দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলাম। তারপর ২০২৪ সালের দাবা অলিম্পিকে সোনা জিতেছিলাম। ওই দিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সম্মান জানানো হয়নি। দিল্লি এবং ভারতকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করে এমন একজন হিসেবে আমি আশা করি আম আদমি পার্টি, অতিশী ম্যাম এবং অরবিন্দ কেজরিওয়াল স্যার তাঁদের দাবাড়ুদের গুরুত্ব দেবেন এবং সমর্থন করবেন"। উল্লেখ্য, অতিশী বর্তমানে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।