img

Follow us on

Sunday, Jan 19, 2025

Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

Team India: এ বছরই ভারতে হবে বিশ্বকাপ। এশিয়া কাপও রয়েছে এ বছরই।

img

ভারতী ক্রিকেট দল

  2023-01-02 17:30:38

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালেও একাধিক ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Team India)। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আর সেই আশা, স্বপ্নকে নিয়েই নতুন করে পথ চলতে শুরু করেছে টিম ইন্ডিয়া। এ বছরেই হতে চলেছে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ফলে নতুন উদ্যম নিয়ে আগের সব হতাশা ভুলে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও বিশ্বকাপে দেরি রয়েছে, তবে তার আগেই একাধিক ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার কোন মাসে কোন কোন দেশের বিরুদ্ধে খেলবে (Team India)?

টিম ইন্ডিয়ার সূচি

নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ। এরপর জানুয়ারিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)।

জানুয়ারি,২০২৩ (ভারত বনাম শ্রীলঙ্কা)

১) প্রথম টি-২০: ৩ জানুয়ারি (মুম্বই)

২) দ্বিতীয় টি-২০: ৫ জানুয়ারি (পুণে)

৩) তৃতীয় টি-২০: ৭ জানুয়ারি (রাজকোট)

৪) প্রথম ওয়ান ডে: ১০ জানুয়ারি (গুয়াহাটি)

৫) দ্বিতীয় ওয়ান ডে: ১২ জানুয়ারি (কলকাতা)

৬) তৃতীয় ওয়ান ডে: ১৫ জানুয়ারি (তিরুবনন্তপুরম)

জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২৩ (ভারত বনাম নিউজিল্যান্ড)

১) প্রথম ওয়ান ডে: ১৮ জানুয়ারি (হায়দ্রাবাদ)

২) দ্বিতীয় ওয়ান ডে: ২১ জানুয়ারি (রায়পুর)

৩) তৃতীয় ওয়ান ডে: ২৪ জানুয়ারি (ইন্দোর)

৪) প্রথম টি-২০: ২৭ জানুয়ারি (রাঁচি)

৫) দ্বিতীয় টি-২০: ২৯ জানুয়ারি (লখনউ)

৬) তৃতীয় টি-২০: ১ ফেব্রুয়ারি (আমদাবাদ)

ফেব্রুয়ারি/মার্চ (ভারত বনাম অস্ট্রেলিয়া)

১) প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)

২) দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (ধরমশালা)

৩) তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধর্মশালা)

৪) চতুর্থ টেস্ট:  ৯-১৩ মার্চ (আহমেদাবাদ)

৫) ১ম ওডিআই: ১৭ মার্চ (মুম্বই)

৬) ২য় ওডিআই: ১৯ মার্চ (বিশাখাপত্তনম)

৭) ৩য় ওডিআই: ২২ মার্চ (চেন্নাই)

মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

জুন ২০২৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে জুলাইয়ে খেতাবি লড়াইয়ে সম্ভবত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

জুলাই/অগাস্ট ২০২৩: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সূচি এখনও ঘোষিত হয়নি।

সেপ্টেম্বর ২০২৩: এশিয়া কাপ ২০২৩

সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতের চাপে শেষমেশ এশিয়া কাপের কেন্দ্র বদল হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন যে সরকার অনুমতি না দিলে ভারত প্রতিবেশী দেশে তাঁরা যাবেন না।

অক্টোবর ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

অক্টোবর/নভেম্বর ২০২৩: ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ

ভারত এই বছর প্রথমবারের মত মেগা আইসিসি ইভেন্টের আয়োজক হবে। অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর। ১৯৮৩ এবং ২০১১ সালের জয়ের পর,  ভারত আর জেতেনি বিশ্বকাপ।

নভেম্বর/ডিসেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া বনাম ভারত

নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

ডিসেম্বর ২০২৩: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বছর শেষ করবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজই এই বছরে সম্ভবত ভারতের শেষ সিরিজ।

Tags:

Indian Cricket Team

Team India

Indian Cricket Team Schedule

team India complete schedule


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর