Team India: চেন্নাই থেকে কলকাতা, পুনে থেকে বেঙ্গালুরু! দেশের প্রায় সব প্রান্তেই বিশ্বকাপের ম্যাচ খেলবে মেন ইন ব্লু
খোশমেজাজে বিরাট কোহলি ও রোহিত শর্মা।
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) গ্রুপ পর্বে ন’টি শহরে ন’টি ম্যাচ খেলবে ভারত (Team India)। প্রিয় দলের খেলা দেখতে, বিরাট-রোহিতদের হয়ে গলা ফাটাতে পারবেন দেশের সব প্রান্তের মানুষই। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে। সেটাও ৩৪ দিনের মধ্যে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ৪২ দিনে ১১টি ম্যাচে ৯,৭০০ কিলোমিটার ঘুরতে হবে কোহলিদের।
🚨🚨 Team India's fixtures for ICC Men's Cricket World Cup 2023 👇👇
— BCCI (@BCCI) June 27, 2023
#CWC23 #TeamIndia pic.twitter.com/LIPUVnJEeu
ভারতীয় দলের (ODI World Cup 2023) অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১,৭৬১ কিলোমিটার। পরের ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হবে কোহলিদের। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিলোমিটার। এই ভাবে পরের ম্যাচগুলির জন্য আমেদাবাদ থেকে পুণে (৫১৬ কিলোমিটার), পুণে থেকে ধর্মশালা (১,৯৩৬ কিলোমিটার), ধর্মশালা থেকে লখনউ (৭৮৪ কিলোমিটার), লখনউ থেকে মুম্বই (১,১৯০ কিলোমিটার), মুম্বই থেকে কলকাতা (১,৬৫২ কিলোমিটার) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১,৫৪৪ কিলোমিটার) যেতে হবে রোহিত, কোহলিদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্র্যাভেল করতে হবে ভারতীয় দলকেই।
আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের
বিসিসিআই সূত্রে খবর, ভারতের ম্যাচ পাওয়ার আবেদন করেছিল সব রাজ্য সংস্থা। তাই কোনও কেন্দ্রেই একটির বেশি খেলা দেওয়া হয়নি। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটা রাজ্য সংস্থা ভারতের ম্যাচ আয়োজন করতে চেয়ে অনুরোধ করেছিল। সবাই দেশের সেরা তারকাদের দেখতে চায়। সেই কারণেই প্রতিটা মাঠে আলাদা আলাদা ম্যাচ রাখা হয়েছে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল। আশা করছি ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না।’’বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।