img

Follow us on

Friday, Nov 22, 2024

INDW vs ENGW: ইতিহাস গড়ল মেয়েরা! দীপ্তির দাপটে প্রথমবার ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারাল ভারত 

India vs England Women Test: ভাঙল ২৫ বছরের বিশ্বরেকর্ড, ব্যাট-বলে দুরন্ত পারফরম্যান্স! ৩৪৭ রানে ইংল্যান্ডকে হারাল ভারতের মেয়েরা

img

জয়ের উচ্ছ্বাস।

  2023-12-16 16:57:17

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় ক্রিকেট। বিশ্বরেকর্ড গড়ে  ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারাল হরমন প্রীত কৌরের দল। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নেন বাংলার স্পিনার। ভারতীয় মেয়েদের এই সাফল্যে খুশি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ মেয়েদের কুর্নিশ জানিয়েছেন।

ব্যাটে-বলে দুরন্ত ছন্দে

ম্যাচের প্রথম থেকেই ভারতীয় দল একটি কমান্ডিং পজিশনে ছিল। সেই জায়গাটা শেষ পর্যন্ত ধরে রাখল তারা। কারণ হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ইংল্যান্ডকে জিততে দ্বিতীয় ইনিংসে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ইংল্যান্ড ১০৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১৩১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত। টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল ভারত। চার জন ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক ম্যাচে শুভা সতীশ করেন ৬৯ রান। জেমাইমা রদ্রিগেজ (৬৮), যষ্টিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭) ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন। ৪৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৩৬ রানে। সেই ইনিংসে ৫ উইকেট তুলে নেন দীপ্তি। দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। এরপর জয় ছিল সময়ের অপেক্ষা। ম্যাচের সেরা হন দীপ্তি শর্মা।

এদিন ভারত ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয়।  ২৫ বছর আগে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা জিতেছিল ৩০৯ রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। শনিবার ভারত ইংল্যান্ডকে হারাল ৩৪৭ রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Cricket

bangla news

Harmanpreet Kaur

test cricket

Team India Women

deepti sharma

India vs England

India Vs England Women Test Match


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর