img

Follow us on

Friday, Nov 22, 2024

ISSF World Championship 2023: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে দ্বিতীয় স্থান দখল ভারতের...

img

সোনা জয়ী শিব এবং এশা। সংগৃহীত চিত্র।

  2023-08-19 14:54:11

মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র জুটি বিভাগে ( ISSF World Championship 2023) সোনা জয় ভারতের। তুরস্কের জুটিকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন এশা সিং এবং শিব নারওয়াল জুটি। এই দুজন তুরস্কের ইলেদা তরহান এবং ইউসুফ দিকেচের জুটিকে ১৬-১০ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক ছিনিয়ে নেন।

সোনার পদক জয়ী জুটি (ISSF World Championship 2023)

চলতি শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে (ISSF World Championship 2023) ভারত এখনও পর্যন্ত একটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপর দিকে এই প্রতিযোগিতায় চিন এখনও পর্যন্ত পাঁচটি সোনার পদক এবং একটি ব্রঞ্জের পদক পেয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতীয় জুটি দারুণ পারদর্শিতা দেখান। ভারতীয় জুটির মোট স্কোর ছিল ৫৮৩। এর মধ্যে এশার প্রাপ্ত পয়েন্ট ছিল ২৯০ এবং শিব নারওয়ালের প্রাপ্ত পয়েন্ট ২৯৩। অপর দিকে তুরস্কের জুটির প্রাপ্ত স্কোর ছিল ৫৮১। যার দৌলতে তুরস্ককে পেছেনে ফেলে ভারত প্রথম স্থান দখল করে ফাইনালে পৌঁছয়। কোয়ালিফিকেশনে চিন এবং ইরানের স্কোর হয়েছিল ৫৮০। তারা ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। নিয়ম অনুযায়ী, প্রথম চার স্থানাধিকারী দল ফাইনালে মুখোমুখি হয়।

এয়ার রাইফেলে ভারত নবম

তবে, এয়ার রাইফেল প্রতিযোগিতায় হতাশ করেছে ভারতীয় দল। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র জুটি প্রতিযোগিতায় (ISSF World Championship 2023) ভারতীয় জুটি মেহুলি ঘোষ (৩১৬.০) এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমার (৩১৪.২) স্কোর করে কোয়ালিফিকেশন রাউন্ডে নবম স্থান দখল করে। তাদের মোট স্কোর ছিল ৬৩০.২। দ্বিতীয় ভারতীয় জুটি রমিতা (৩১৩.৭) এবং দিব্যাংশু সিং পাওয়ার (৩১৪.৬) মোট  ৬২৮.৩ স্কোর করে তালিকায় ১৭ তম স্থান দখল করে। এই প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে বিশ্বের ৭৭টি দল। প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে চিন। এর পরেই রয়েছে ভারত। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Gold Medal

Air Pistol Gold

ISSF World Championship 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর