India vs Pakistan: এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতছাড়া হতে পারে পাকিস্তানের
সীমান্তে সংঘাত! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যেতে নারাজ ভারত।
মাধ্যম নিউজ ডেস্ক: ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল খেলবে তা জানিয়েছে আইসিসি। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তান আয়োজন করবে তাই সেখানে ভারতের অংশগ্রহণ করার সম্ভবনা কম। কারণ সীমান্তে সমস্যার জন্য কোনওভাবেই পাক-ভূমে খেলতে যেতে নারাজ ভারত।
ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্যই এশিয়া কাপ হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যায়নি। অন্যদিকে বিশ্বকাপ নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। পরে অবশ্য পিছিয়ে আসে পাকিস্তান। তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করলেও পরে তাদের আসতে হয়েছে। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলালেও ভারত তাদের সিদ্ধান্ত অনড় থাকবে। তবে, ভারত না গেলে আইসিসি নিজেদের স্বার্থেই প্রতিযোগিতার স্থান পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে ফের খেলা হতে পারে হাইব্রিড মডেলেই। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরবআমিরশাহী সঠিক ভেন্যু হতে পারে। ইউরোপের দেশগুলোকেও বেছে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।
আরও পড়ুন: ২০০৩ সালে ডারবানের পর ২০২৩-এ লখনউ, ২০ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড বধ ভারতের
ভারত শেষবার ২০১৩ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে। ২০১৭ সালে ফাইনালে ভারত হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। ইতিমধ্যেই আইসিসি জানিয়েছে, ভারতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়া যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ।
Sri Lanka have joined the race for a spot in the #CWC23 semi-final 🏆 pic.twitter.com/w1iaiEejRV
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 27, 2023
এই টিকিট পাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের প্রথম ৭টি দল। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ৪টি দল ছাড়াও আরও তিনটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। মোট ৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার মধ্যে পাকিস্তান যেহেতু আয়োজক তাই সরাসরি বাবর আজমরা ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।