img

Follow us on

Thursday, Dec 12, 2024

U19 Asia Cup: বাইশ গজে মুখোমুখি ভারত-বাংলাদেশ! বিধ্বংসী বৈভব, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া

Vaibhav Suryavanshi: বৈভবের ব্যাটিংয়ে বিস্মিত ক্রিকেট বিশ্ব! শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

img

বৈভবের ব্যাটিংয়ে ভর করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। ছবি: ট্যুইটার

  2024-12-07 10:43:04

মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজে ফের মুখোমুখি ভারত-বাংলাদেশ। লড়াই কাপ দখলের। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এদিন ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশও। রবিবার, ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এবার একে অপরকে টেক্কা দেওয়ার পালা।

 বৈভবের বিধ্বংসী ব্যাটিং

শুক্রবার  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) সেমি ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় সিংহলীরা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবেসিঙ্ঘে। ১১০ রানে ৬৯ রান করে সে। শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ করে। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। ভারতের হয়ে চেতন শর্মা ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ৩ উইকেট। আয়ুষ মাত্রের শিকার ২ উইকেট। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই অর্ধেক রান তুলে নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। ২৮ বলে ৩৪ রান করে আউট হন আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করেন ২২ রান। ৩৬ বলে ৬৭ রানে আউট হন ১৩ বছর বয়সি বৈভব। তাঁর ইনিংসে রয়েছে ৫টি ছক্কার সঙ্গে ৬টি চার। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 

আইপিএলের নিলামকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেন সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৩ বছরের ক্রিকেটারকে ১ কোটি ১০ লক্ষতে কেনে রাজস্থান রয়্যালস। তারপর থেকেই সবার নজর তাঁর দিকে। প্রথমে মুস্তাক আলি, তারপর জাতীয় জুনিয়র দলের হয়ে রান পাচ্ছেন বৈভব। ভারতকে সেমিফাইনালে তোলার পেছনেও তাঁর অবদান অনস্বীকার্য।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

India vs Sri Lanka

India vs Bangladesh

U19 Asia Cup

Vaibhav Suryavanshi

Vaibhav's devastating batting


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর