img

Follow us on

Sunday, Jan 19, 2025

U19 World Cup 2024: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে ভারত

India vs Ireland: মুশির-ম্যাজিক! ২০১ রানে আয়ারল্যান্ডকে হারাল ভারত

img

জয়ের উচ্ছ্বাস।

  2024-01-25 23:17:23

মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুই ম্যাচ জিতে ছোটদের বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়াল্যান্ডের বিরুদ্ধেও সহজ জয় তুলে নিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপের শেষ ম্যাচে আমেরিকার মুখোমুখি হবেন উদয়রা। তবে এক ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করে নিল গত বারের চ্যাম্পিয়ন ভারত।

মুশির-ম্যাজিক

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলকে ২০১ রানে হারায় টিম ইন্ডিয়া। এ দিন প্রথমে ব্যাট করে উদয় সাহারানের দল করে ৭ উইকেটে ৩০১ রান। জবাবে আইরিশদের ইনিংস শেষ হয় মাত্র ১০০ রানে। এদিন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন মুশির খান। ১০৬ বলে ১১৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন মুশির। ৯টি চার এবং ৪টি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। ভারতের হয়ে ভাল ব্যাট করেন অধিনায়ক উদয়ও। চার নম্বরে নেমে ৮৪ বলে ৭৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে মুশির-উদয় তুললেন ১৫৬ রান। 

দুরন্ত বোলিং

৩০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় আয়ারল্যান্ড। আইরিশ ইনিংসে ধস নামান ভারতীয় বোলারেরা। ৪৫ রানেই ৮ উইকেট হারায় তারা। তখনই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ভারতের বোলিং আক্রমণের সামনে আয়ারল্যান্ডের কোনও ব্যাটারকেই স্বচ্ছন্দ দেখায়নি। ভারতীয় বোলারদের মধ্যে নমন তিওয়ারি ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২১ রান দিয়ে ৩ উইকেট নেন সৌমি পান্ডে। ১টি করে উইকেট পেয়েছেন ধনুশ গৌড়া, মুরুগন অভিষেক এবং উদয়। শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আশাবাদী ভারত।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

bangla news

Ireland

India Vs Ireland

U19 World Cup 2024

U19 World Cup


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর