VAR Decision: ইউরো কাপে ভার প্রযুক্তির ব্যবহারে উয়েফা আনছে পরিবর্তন
ইউরো ২০২৪-এর জন্য সাজছে মিউনিখের স্টেডিয়াম।
মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর (UEFA EURO 2024)। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। ইউরো কাপে এবার নিয়মের নানা পরিবর্তন ঘটেছে। ভার প্রযুক্তির ব্যবহারে আনা হয়েছে পরিবর্তন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের বিরুদ্ধে কাতারের প্রথম গোল নিয়ে বিতর্ক রয়েছে। ফিফা কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রাখে না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভার (VAR) প্রযুক্তির ব্যবহারে এবার ইউরো কাপে উয়েফা যে বৈপ্লবিক পদক্ষেপ করতে চলেছে তা ভবিষ্যতে অন্য কোনও টুর্নামেন্টেও দেখা যেতেই পারে।
ফুটবল মাঠে কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে দেখা যায় রেফারি সাইডলাইনের ধারে নির্দিষ্ট জায়গায় ছুটে যান। গিয়ে দেখেন নানা অ্যাঙ্গেলের রিপ্লে-সহ ফুটেজ। তারপর হয় সিদ্ধান্তে অটল থাকেন, নয়তো নয়া নির্দেশ দেন। যাঁরা টিভি বা অ্যাপে খেলা দেখেন, তাঁরা ভার (VAR)-এর ফুটেজ দেখতে পান। উয়েফা (UEFA EURO 2024) এবার সেই ফুটেজ ইউরো কাপের স্টেডিয়ামগুলিতে জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত রাখছে। সেই সঙ্গে জায়ান্ট স্ক্রিনে রেফারির ভার দেখে নেওয়া সিদ্ধান্ত বিস্তারিতভাবে স্টেডিয়ামের দর্শকদের কাছেও পৌঁছে দেওয়ার উয়েফার সিদ্ধান্ত বৈপ্লবিক। রেফারি বিষয়ক উয়েফার ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রসেত্তির কথায়, এই বিষয়টি অভিনব। এটি খুব, খুব চিত্তাকর্ষক হতে চলেছে। ভার দেখে নেওয়া সিদ্ধান্তের টেকনিক্যাল ব্যাখ্যা পৌঁছে দেওয়া হবে দর্শকদের কাছে।
"We are doing this not for the referees but for the image of the game and the next generation."
— UEFA (@UEFA) June 12, 2024
UEFA managing director of refereeing outlines why we are taking fair play and respect so seriously at #EURO2024, and where officials have been told to be strict with players: ⬇️
ইউরো কাপে (UEFA EURO 2024) ফুটবলারদের প্রতি আরও কড়া অবস্থান নিতে চলেছে উয়েফা। এ বার থেকে ফুটবলারেরা ঘিরে ধরলে রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখাতে পারবেন। রেফারিদের সুরক্ষা এবং ফুটবলারদের আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরো কাপে খেলতে চলা ২৪টি দলের প্রতিনিধিদের নতুন নিয়ম ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার (UEFA EURO 2024) মূল পর্বে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
গ্রুপ এ-তে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। গ্রুপ বি-তে স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া। গ্রুপ সি-তে আছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। গ্রুপ ডি-তে পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স। গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন। গ্রুপ এফ-তে আছে তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র।
🚄 Take the train instead of flights!
— UEFA (@UEFA) June 13, 2024
💡 Did you know that international fan travel makes up 60% of the tournament's carbon footprint?
Help us reduce it and travel by public transport: ⬇️#EURO2024 | @EURO2024
ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি –
জার্মানি বনাম স্কটল্যান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০
স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০
ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০
স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০
সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০
জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০
স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০
ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত)
স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০
পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত)
জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০
তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০
বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত)
স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত)
আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত)
ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০
নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০
ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত)
স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০
ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০
জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।