জনপ্রিয়তার নিরিখে, সোশ্যাল মিডিয়ায় কোন ভারতীয় ক্রিকেটার কততম স্থানে রয়েছে, জানেন?
বিরাাট কোহলি
মাধ্যম নিউজ ডেস্ক: মুকুটে যুক্ত হল আরও এক পালক। এবার বাইশ গজের বাইরেও নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। কিছুদিন ধরে তাঁর পারফরমেন্সে কমতি থাকলেও তাঁর জনপ্রিয়তায় কখনওই ভাঁটা পড়েনি। প্রথম ক্রিকেটার হিসাবে ট্যুইটারে (Twitter) ৫০ মিলিয়ন অর্থাৎ ৫ কোটি ফলোয়ারের গণ্ডি পার করলেন বিরাট। ট্যুইটার হোক বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, এখন সর্বত্রই কোহলির রাজত্ব। তবে ভারতে অনেক ক্রিকেটার আছেন যাঁদের ফলোয়ার সংখ্যা কম নয়। এক ঝলকে দেখে নিন, বিরাটের পর কে কে তালিকায় রয়েছে।
বিরাট কোহলি
ক্রিকেটের ময়দান ছেড়ে সোশ্যাল মিডিয়ায় ইতিহাস গড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ফলে ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে কোহলির (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় মোট ফলোয়ার সংখ্যা পেরিয়ে গেল ৩১ কোটি। তবে শুধু ট্যুইটারেই নয়, ফেসবুক, ইনস্টগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয় কোহলি। তবে বিরাটের ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে, এখানে ফলোয়ার সংখ্যা ২১২ মিলিয়ন অর্থাৎ ২১ কোটির বেশি। বিশ্বের তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর ট্যুইটারে ৫০ মিলিয়ন ফলোয়ার হয়েছে। ইনস্টাগ্রামে অ্যাকটিভ অ্যাথলিটদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বে তিন নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর আগে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪৭৬মিলিয়ন) এবং লিওনেল মেসি (৪৫৬ মিলিয়ন)।
আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?
সচিন তেন্ডুলকার
সচিন তেন্ডুলকার যাঁকে "ক্রিকেটের ঈশ্বর" বলা হয়, তাঁর জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, তিনি একজন বিশ্ব বিখ্যাত খেলোয়াড়। 'মাস্টার ব্লাস্টার'-এর ইনস্টাগ্রামে প্রায় ৩১.৫ মিলিয়ন ফলোয়ার, টুইটারে ৩৫.৯ মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে প্রায় ৩৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।
রোহিত শর্মা
রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। রোহিত শর্মার ইনস্টাগ্রামে ২০.৪ মিলিয়ন, ট্যুইটারে ১৯.৩ মিলিয়ন এবং ফেসবুকে ২০ মিলিয়ন ফলোয়ার। 'হিটম্যান' এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া সবচেয়ে স্টাইলিশ ভারতীয় ক্রিকেটার। তিনি তাঁর খেলা ছাড়াও তাঁর ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় হার্দিকের বিশাল ফলোয়ার রয়েছে, ইনস্টাগ্রামে ১৯.৩ মিলিয়ন, ট্যুইটারে ৭ মিলিয়ন এবং ফেসবুকে প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
যুবরাজ সিং
যুবরাজ সিং-এর ইনস্টাগ্রামে ১১.৮ মিলিয়ন ফলোয়ার, ট্যুইটারে ৫.৪ মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে ১০.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে তাঁর মোট ফলোয়ার রয়েছে ২৮ মিলিয়ন।