এই সিরিজ জিততে পারলে আইসিসি একদিনের তালিকায় ভারত পাকিস্তানকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতে পারে
অনুশীলনের সময় ভারতীয় দল।
মাধ্যম নিউজ ডেস্ক: আর ১৫ দিন পর শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের শক্তিকে পরীক্ষা করতে নিতে চাইবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছেও এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক (Michael Stark)। বর্তমানে আইসিসি একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া। যদি শুক্রবার রাতে মোহালিতে অজিদের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত। এই সিরিজ জিততে পারলে ভারত পাকিস্তানকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতে পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে নেই রোহিত, কোহলি। শুক্রবারের ম্যাচের আগে দ্রাবিড় বলেন, “সকলের সঙ্গে কথা বলেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল চায় বিশ্বকাপে যেন সকলে তরতাজা থাকে। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, বিরাটদের।” প্রথম দুই ম্যাচে রোহিত, বিরাট ছাড়াও নেই হার্দিক এবং কুলদীপ যাদব। বিরাটেরা না থাকায় সূর্যকুমার যাদবেরা সুযোগ পেতে চলেছেন। দ্রাবিড় বলেন, “বিশ্বকাপের দল বাছা হয়ে গিয়েছে। সেখানে সূর্য রয়েছে। আমরা ওর পাশে আছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে সূর্য খেলবেই।”
Preps before the start of a cracking series 👌 😎#TeamIndia | #INDvAUS pic.twitter.com/Jmwm7FkfmN
— BCCI (@BCCI) September 21, 2023
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে রবিচন্দ্রন অশ্বিনকেও সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়। রবিচন্দ্রন অশ্বিন গত বছর জানুয়ারিতে শেষবার ওডিআই খেলেছেন।দ্রাবিড় বলেন, আমরা অশ্বিনের দক্ষতা সম্পর্কে জানি। তিনি কী করতে পারেন সেটাও জানি। চোট-আঘাতের বিষয়েও আমাদের নজর রাখতে হবে। ফলে অশ্বিনকেও অস্ট্রেলিয়া সিরিজে আমরা খেলাব। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারত পূর্ণশক্তির দল নিয়েই নামবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার
কোথায় ম্যাচ: ২২ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ। ভারতের মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া।
ম্যাচ শুরু: ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে থেকে ম্যাচ শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।
কোন চ্যানেলে দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচটি স্পোর্টস 18 চ্যানেল, স্পোর্টস 18 ওয়ান এসডি এবং স্পোর্টস 18 ওয়ান এইচডিতে সরাসরি সম্প্রচার করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।