বোর্ড সূত্রে জনা গিয়েছে, উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি দল যোগ দেবে।
শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল।
মাধ্যম নিউজ ডেস্ক: ছেলেদের মতো মেয়েদের আইপিএল (Women IPL) শুরু করার দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি মিটতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মার্চেই পাঁচটি দলকে নিয়ে হবে মহিলাদের আইপিএল। খুব সম্ভবত ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবে সরকারি শিলমোহর পড়বে। বোর্ড (BCCI) সূত্রে জনা গিয়েছে, উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি দল খেলবে। দল গঠনের জন্য ক্রিকেটারদের নিলামও হবে। তবে ঠিক হয়েছে, একটি দলে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।
আরও পড়ুন: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার
গত কয়েক বছরে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মহিলাদের টি-২০ লিগে দেখা যায় দারুণ উন্মাদনা। অনেক ভারতীয় মহিলা ক্রিকেটার এই দু’টি টুর্নামেন্টে খেলেন। তাই হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দাবি উপেক্ষা করতে পারেনি বিসিসিআই। মহিলাদের আইপিএল যে খুব শীঘ্রই শুরু হবে, সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে প্রাক্তন বোর্ড সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথায়। সেটাই অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। এখনও পর্যন্ত প্রস্তাবি সূচি অনুযায়ী, লিগ পর্বে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। অর্থাৎ লিগ পর্বে হবে ২০টি ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী দল সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল খেলবে এলিমিনেটর ম্যাচ।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি! জানেন তিনি কে?
বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, উত্তারাঞ্চলের দল হবে ধর্মশালা কিংবা জম্মু থেকে। পশ্চিমাঞ্চলের দল হবে পুনে কিংবা রাজকোটের। মাধ্যঞ্চলের দল বেছে নেওয়া হতে পারে নাগপুর, রায়পুর কিংবা ইন্দোর থেকে। রাঁচি বা কটকের দল মহিলাদের আইপিএলে অংশ নেবে পূর্বাঞ্চল থেকে। আর কোচি কিংবা বিশাখাপত্তনমের দল দক্ষিণাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে। উত্তর-পূর্বাঞ্চলের দলটি হবে গুয়াহাটির। মহিলাদের আইপিএলের ম্যাচগুলি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, বড় শহরেই ম্যাচগুলি হতে পারে। সেক্ষেত্রে মুম্বই, কলকাতার পাশাপাশি খেলা হবে দিল্লি, আমেদাবাদের মতো শহরে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।