img

Follow us on

Saturday, Jan 18, 2025

Women’s T20 World Cup: শ্রীলঙ্কাকে  হারিয়ে মহিলাদের বিশ্বকাপে টিকে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ছেলেদের

India vs Bangladesh:  রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারত

img

জয়ের উচ্ছ্বাস। ছবি: ট্য়ুইটার

  2024-10-10 10:11:48

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটে ভারতের সোনার দিন। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারাল ভারত। বুধবার ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল। এর ফলে সেমির দৌড়ে টিকে থাকল হরমনপ্রীতরা। অন্যদিকে গোয়ালিয়রের পরে দিল্লিতে ৮৬ রানে ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। রবিবার সিরিজ চুনকামের লক্ষ্যে নামবেন সূর্যেরা। কেন ভারত পাকিস্তানের থেকে কয়েক গুণে এগিয়ে তা ফের হাড়ে হাড়ে বুঝল বাংলাদেশ। 

মেয়েদের বিশ্বকাপে আশা

বুধবার ৮২ রানের বড় জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত। এই জয়ে বড় ভূমিকা নিলেন ভারতের দুই তারকা হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানা। দু’জনেই ব্যাট হাতে অর্ধশতরান করলেন। শুধু জিতলে চলবে না। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে উন্নতি করতে হবে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে নামার আগে এমনটাই ছিল হরমনপ্রীতদের সমীকরণ। এদিন ভারতের মহিলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৭২।  জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে শেষ হয়ে যায় ৯০ রানে। ভারতের মহিলা দল ৮২ রানে ম্যাচ জিতে ভাল ভাবে টিকে রইল টুর্নামেন্টে। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলাদের পয়েন্ট এখন সমান। তবে অজিরা একটা ম্যাচ কম খেলেছে। আর রান রেট ভারতের থেকে ভাল অস্ট্রেলিয়ার। 

সিরিজ জয়, ভারতের রেকর্ড

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বলের নিরিখে জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রাজধানীতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2nd T20I) ফের একবার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। নয়াদিল্লিতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৪১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে কোনও দল ২২১ রান করতে পারে, তা হয়তো ভাবতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রান করার সবচেয়ে ভাল সময় পাওয়ার প্লে ও ডেথ ওভার। সেই ১০ ওভারে ভারত করল ১০১ রান। উইকেট পড়ল আটটি। মাঝের ১০ ওভারে ১২০ রান করল তারা। মাত্র এক উইকেট পড়ল। মাঝের এই ১০ ওভারেই ম্যাচ হেরে গেল বাংলাদেশ। জবাবে বাংলাদেশ ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। রানের নিরিখে এটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় জয়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

India vs Bangladesh

women t20 world cup

india beats sri lanka


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর