img

Follow us on

Saturday, Jan 18, 2025

Olympics 2024 Hockey Qualifier: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

Women Hockey: ইতালিকে ৫ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্রের আশায় ভারতের মহিলা হকি দল

img

হকিতে উচ্ছ্বাস ভারতের মেয়েদের।

  2024-01-17 09:56:40

মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের (Olympics 2024 Hockey Qualifier) দৌড়ে টিকে থাকল ভারতের মহিলা হকি দল। প্যারিস ২০২৪-এর যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। মঙ্গলবার ইতালিকে ৫-১ ব্যবধানে হারাল ভারত। প্রতিযোগিতার সেরা তিন দল প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পাবে। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান।

দুরন্ত পারফরম্যান্স

গেমসের কোয়ালিফায়ারের (Olympics 2024 Hockey Qualifier) শুরুটা ভারতের একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু পরের দুটো ম্যাচে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন সঙ্গীতা কুমারী, নিক্কি প্রধান, সালিমা টেটেরা। মঙ্গলবার রাঁচিতে ইতালির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করে মেয়েরা। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। গোল করতে ভুল করেননি উদিতা। রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়রা। ভারতের আগ্রাসী হকি গোটা ম্যাচেই চাপে রাখে ইতালিকে। 

এদিন ইতালির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হত ভারতের। এমন অবস্থায় তারা বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে। প্রথমেই লিড নেয় ভারত। এরপর দ্বিতীয় কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দীপিকা। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন তিনি। এর চার মিনিট পরেই ভারত ফের তাদের ব্যবধান বাড়ায়। ৪৫ মিনিটে গোল করেন সালিমা টেটে। ৫৩ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন নবনীত কৌর। ভারতীয় দলের আক্রমণের সুনামিতে ততক্ষণে ভেঙে গিয়েছে ইতালির ডিফেন্সের বাঁধ। যার সুযোগ নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের পঞ্চম গোলটি ম্যাচের ৫৫ মিনিটে করেন উদিতা। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

India

bangla news

Italy

Indian Women Team

Hockey India

Paris Olympics 2024

Women's Hockey

Olympic Qualifier


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর