সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ভারত। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডের ফলাফলের আঁচ এসে পড়ছে তাঁদের ওপর।
নামিবিয়ার জয়ে চিন্তায় ভারতও।
মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই অঘটন। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে নামিবিয়া চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের আসরকে করে তুলেছে জমজমাট। চিন্তার ভাঁজ ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের কপালে। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ভারত। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডের ফলাফলের আঁচ এসে পড়ছে তাঁদের ওপর।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় তারা হয়ত গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন হতে পারবে না। তারা দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে যেতে পারে। যদি তা-ই হয়, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সুপার ১২ পর্বে গ্রুপ-২ এ থাকবে তারা। অর্থাৎ যে গ্রুপে ভারত রয়েছে। একইভাবে কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ-বি’তে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও সুপার ১২ এ গ্রুপ-২ এই যোগ দেওয়ার কথা। কারণ ওয়েস্ট ইন্ডিজ হয়তো গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন হতে চলেছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন সুপার ১২ পর্বে গ্রুপ-২ এই পৌঁছে যাবে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা সেক্ষেত্রে একই গ্রুপে যাবে। যেখানে আগে থেকেই রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। অর্থাৎ গ্রুপটি কার্যত 'গ্রুপ অফ ডেথ' হয়ে যাবে।
আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত বা পাকিস্তান সকলেই সেমিফাইনালের দাবিদার। কিন্তু একই গ্রুপে থাকায় সকলের উপরই চাপ বাড়বে। চাপ থাকবে ভারতের ওপরও। সেমিফাইনালে ওঠা কঠিন হবে রোহিতদের। সব ম্যাচেই নিজেদের উজাড় করে দিতে হবে।
এক নজরে ভারতের খেলাগুলো:
১. ১৭ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া (ওয়ার্ম আপ ম্যাচ সকাল ৯টা ৩০মিঃ)
২. ১৯ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড (ওয়ার্ম আপ ম্যাচ বেলা ১টা ৩০মিঃ)
৩. ২৩ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান (বেলা ১টা ৩০মিঃ)
৪. ২৭ অক্টোবর – ভারত বনাম A2 (বেলা ১২টা ৩০মিঃ)
৫. ৩০ অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৪টা ৩০মিঃ)
৬. ২ নভেম্বর – ভারত বনাম বাংলাদেশ (বেলা ১টা ৩০মিঃ)
৭. ৬ নভেম্বর – ভারত বনাম B1 (বেলা ১টা ৩০মিঃ)
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।