দেশ ছাড়াই অলিম্পিক্সে নামবেন সাক্ষী বজরংরা
নির্বাসনের কবলে ভারতীয় কুস্তি সংস্থা।
মাধ্যম নিউজ ডেস্ক: সময়ে নির্বাচন আয়োজন করা যায়নি ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) সদস্যপদের উপর স্থগিতাদেশ জারি করল বিশ্ব কুস্তি সংস্থা (United World Wrestling)। ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিরেরা অংশগ্রহণ করতে পারবেন না। সে ক্ষেত্রে, অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই নামতে হবে তাঁদের।
গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) জাতীয় কুস্তির নির্বাচনের লক্ষ্যে একটি অ্যাড-হক প্যানেল তৈরি করে দিয়েছিল। গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হত। বিশ্ব কুস্তি সংস্থার তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে নির্বাচন না হলে ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হবে। সেটাই হল। বুধবার রাতেই নাকি অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। এই বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শীঘ্রই আইএ-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে এই চিঠির কী জবাব দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের কার্যকালের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর ভারতীয় কুস্তি ফেডারেশনে বেশ কয়েকবার নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছিল। এমনকী, সুপ্রিম কোর্টও চূড়ান্ত তারিখ ধার্য করেছিল। কিন্তু দেশের আলাদা আলাদা রাজ্য সংশ্লিষ্ট হাইকোর্টে বিভিন্ন কারণে পিটিশন দাখিল করে সেই নির্বাচন স্থগিত করার আবেদন জানায়। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও নির্বাসনের মুখে পড়তে হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। এ বছরের জানুয়ারিতে প্রথমবার ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হয়। মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে কুস্তিগীররা আন্দোলনে নামলে, ফের একবার নির্বাসিত হয় সংস্থা। এই ডামাডোল পরিস্থিতিতে বর্তমানে ভুপিন্দর সিং বাজওয়ার তত্ত্বাবধানে ভারতীয় অলিম্পিক্সস অ্যাসোসিয়েশনই কুস্তি সংস্থার দায়িত্ব সামলাচ্ছে।
আরও পড়ুন: ‘‘চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন’’! মমতার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া
এই নির্বাসনের কারণে অলিম্পিক্স কিংবা কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ভারতীয় কুস্তিগীরদের দেশের পতাকা ছাড়াই নামতে হবে। পরের বছর না হয় প্যারিসে অলিম্পিক্সের আসর বসতে চলেছে। তবে পরের মাসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। এই নির্বাসন কবে তোলা হবে, এবার সেইদিকেই তাকিয়ে সকলে। অলিম্পিক্স এখনও দূরে হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে সাক্ষী মালিক কিংবা ভিনেশ ফোগতরা কি দেশের পতাকা ছাড়াই লড়াই করতে নামবেন এটাই প্রশ্ন দেশের ক্রীড়া মহলে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।