Auction: আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে কতজন বাদ পড়লেন?
ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী সকলের নজর কেড়েছে। কারণ, মাত্র ১৩ বছর বয়সে সে আইপিএল ২০২৫ (IPL) মেগা নিলামের তালিকায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার সূর্যবংশী বিহার থেকে প্রতিনিধিত্ব করে। তার বেস প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা। অনেক খেলোয়াড় নিলামে স্থান অর্জনের জন্য বছরের পর বছর ব্যয় করে, সূর্যবংশী প্রথমেই এই ধরনের সুযোগ পাওয়ার ঘটনায় তার ব্যতিক্রমী দক্ষতা এবং সম্ভাবনা প্রমাণ করে।
আইপিএলের (IPL) নিলামের (Auction) জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার। সেই তালিকা থেকে ১০০০ জনের নাম বাদ দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় নিলামে উঠবেন সব মিলিয়ে ৫৭৪ জন ক্রিকেটার। আইপিএলের ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। ৫৭৪ জনের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিতে হবে দলগুলিকে। তাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকছেন ৩৬৬ জন। বিদেশি ক্রিকেটার থাকবেন ২০৮ জন। ভারতীয়দের মধ্যে ৩১৮ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ১২ জন বিদেশি ক্রিকেটারেরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
আরও পড়ুন: শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তবে শিক্ষাকে হতে হবে ভারত-কেন্দ্রিক, মনে করেন মোহন ভাগবত
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যাসোসিয়েট সদস্য দেশের চার জন ক্রিকেটারও জায়গা পেয়েছেন নিলামের চূড়ান্ত তালিকায়। ন্যূনতম ২ কোটি টাকা দরের ক্রিকেটারদের দু'টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগে আট-ন'জন ক্রিকেটার থাকবেন। এই ক্রিকেটারেরা মার্কি ক্রিকেটারের মর্যাদা পাবেন। প্রথম ভাগে প্রধান দুই মুখ হতে চলেছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার। দ্বিতীয় ভাগে প্রধান দুই মুখ হচ্ছেন লোকেশ রাহুল এবং মহম্মদ শামি। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ মিনিট থেকে শুরু হবে নিলাম। বিসিসিআই জানিয়েছে, মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা রেখেছেন। এবারের আইপিএল নিলামে দেখা যাবে প্রাক্তন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে, যিনি কখনও কোনও ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নেননি। আসন্ন আইপিএল নিলামে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে তিনি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন। ৪২ বছর বয়সে অ্যান্ডারসন তাঁর মূল্য নির্ধারণ করেছেন ১.২৫ কোটি টাকা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।