মাধ্যম নিউজ ডেস্ক: হংকংকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারায় দ্বীপরাষ্ট্রটি। জয়ের পর ড্রেসিংরুমে শ্রীলঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নেকে দেখা যায় ‘নাগিন’ নাচ করতে। মূলত বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশেই তাঁর এই নাচ বলে মনে করা হচ্ছে। আসলে ২০১৮ সালে এশিয়া কাপের আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ‘নাগিন’ নাচের সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন। চার বছর পর যেন উলট-পূরাণের ছবি ধরা পড়ল মরুদেশে।
আরও পড়ুন: এই প্রথম, কোনও ফুটবলারের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব! বাইচুংকে হারিয়ে সভাপতি কল্যাণ চৌবে
সুপার ফোরে প্রত্যেক দল খেলবে একে অপরের বিরুদ্ধে। আর সেই কারণে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গত রবিবারও গ্রুপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই সকলের মন কেড়েছিল। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের ব্যাটে পাঁচ উইকেটে জয়লাভ করে ভারত। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে পাকিস্তান। জবাবে হংকং শেষ হয়ে গেল ৩৮ রানে। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে আট রানে চার উইকেট নিলেন তিনি। দু’ওভার বল করে পাঁচ রানে তিন উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ। সাত রানে দুই উইকেট নাসিম শাহের।
Nagin celebration by Chamika Karunaratne after the win#AsiaCupT20#badla #nagindance@Sah75official @BCBtigers @SLTeam_Official pic.twitter.com/z5RtAArCVV
— Chetan Purohit BJYM (@chetanp143786) September 1, 2022
অন্যদিকে বৃহস্পতিবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ডাগ আউটে নাগিন ডান্স শুরু করে দেন। ইতিমধ্য়েই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours