SSC Scam: লিখতে পারেননি রোল নম্বরও, তাতেও চাকরি, ভাইরাল অযোগ্য ‘দিদিমণির’ ওএমআর শিট

আরও এক প্রার্থীর হদিশ মিলেছে, যিনি নাম রোল নম্বর তো লিখেছেন, কিন্তু সাদা খাতা জমা দিয়েই পেয়ে গিয়েছেন চাকরি।
OMR_Sheet
OMR_Sheet

মাধ্যম নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ মতো মঙ্গলবার বিকেলে নবম – দশমের আরও ৪০ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Scam)। তার সঙ্গে প্রকাশ করা হয়েছে তাদের পরীক্ষার ওএমআর শিট। তাতে দেখা যাচ্ছে এক পরীক্ষার্থী ওএমআর শিটের পদ্ধতি মেনে রোল নম্বর না লিখতে পেরেও, এতদিন দিব্য চাকরি করছিলেন। আর সেই ওএমআর শিট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার তালিকায় নির্মলা সীতারমন

মঙ্গলবার প্রকাশিত জাল (SSC Scam) শিক্ষকদের তালিকায় ৩১ নম্বরে ছিলেন প্রাপ্তি চৌধুরী। নামের সঙ্গে প্রকাশিত হয়েছে তাঁর পরীক্ষার ওএমআর শিটও। তাতে দেখা যাচ্ছে ওএমআর শিটের পদ্ধতি মেনে নিজের রোল নম্বর, সাবজেক্ট কোড, বুকলেট নম্বর, ভেনু কোড কিছুই ঠিক করে লিখতে পারেননি তিনি। তবে নিজের নামটা সই করেছেন ঠিকঠাক। উত্তর দিয়েছেন হাতে গোনা কয়েকটি। আর তার ভিত্তিতেই চাকরি পেয়েছেন তিনি।

দুর্নীতি যখন আকাশ ছোঁয় 

হিসেব মতো এই ওএমআর শিট স্ক্যানিংয়ের সময়ই বাতিল হয়ে যাওয়ার কথা। বৈধ বলে গ্রাহ্যই হওয়া উচিৎ নয়। তবে এই ক্ষেত্রে শুধু বৈধ বলে গ্রাহ্যই হয়নি, প্রার্থী চাকরিও পেয়েছেন। বোর্ড পরীক্ষার নিয়ম অনুযায়ী, রোল নম্বর ভুল লিখলে পরীক্ষা বাতিল হয়ে যায়। এক্ষেত্রে তা হয়নি। বরং ওই প্রার্থী চাকরিও পেয়ে গিয়েছেন। বেশি নম্বরও দেওয়া হয়েছে তাঁকে। যিনি ওএমআর শিটে নিজের রোল নম্বরটুকু ঠিক করে লিখতে পারেননি, তিনি কী করে চাকরি পেলেন? ছাত্রছাত্রীদের কীই বা পড়ালেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

জানা গিয়েছে, প্রাপ্তি চৌধুরী নামে এই জাল (SSC Scam) শিক্ষিকা রায়গঞ্জের বাসিন্দা। তিনি শহরেরই দেবীনগর গয়ালাল রামহারি গার্লস হাই স্কুলের বাংলার শিক্ষক হিসেবে এতদিন চাকরি করছিলেন। 

দুর্নীতির (SSC Scam) নজির এখানেই শেষ নয়। আরও এক প্রার্থীর হদিশ মিলেছে, যিনি নাম রোল নম্বর তো লিখেছেন, কিন্তু সাদা খাতা জমা দিয়েই পেয়ে গিয়েছেন চাকরি। প্রশ্ন উঠেছে ওই প্রার্থীকে নিয়েও। 

মঙ্গলবার যে ৪০ জন অযোগ্য (SSC Scam) শিক্ষকের তালিকা প্রকাশিত হয়েছে, তারা সেদিন থেকেই অন্তরালে। তালিকায় নিজের নাম দেখেই আর স্কুলের পথ মাড়াননি। তাঁদের স্কুলে গিয়ে খোঁজ করলেও তাঁদের পাওয়া যায়নি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles