IND vs AUS: ভারত – অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কাটতে এসে বিশৃঙ্খলা! লাঠি চার্জ পুলিশের, আহত ২০

ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে ও বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে।
vvh9mb0g_hyderabad-stampede-pti_625x300_22_September_22
vvh9mb0g_hyderabad-stampede-pti_625x300_22_September_22

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ (India Vs Australia Series)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ এটি। কিন্তু টি-২০ সিরিজের টিকিট নিয়েই শুরু হল কাড়াকাড়ি। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট কাটতে গিয়েই তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় হায়দরাবাদের (Hyderabad) জিমখানা গ্রাউন্ডে। এমনকি এই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু মানুষ। ফলে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হল স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে ও বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জিমখানা গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজের টিকিট বিক্রির জন্য কাউন্টার খোলা হয়। আর ভোর ৫-৬টা থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য লাইনে দাঁড়াতে থাকেন। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। তাই টিকিট কাটতে বহু মানুষের ভিড় হয়। কিন্তু টিকিট বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় ও বিশৃঙ্খলা তৈরি হয়। আর তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ শুরু করে লাঠিচার্জ। ফলে আহত হন প্রায় ২০ জন। এদের মধ্যে সাতজন গুরুতরভাবে জখম হলে, তাঁদের সেকেন্দ্রাবাদ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

প্রসঙ্গত, আগামী রবিবার, ২৫ সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথম ম্যাচে ভারত হেরেছে। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে নাগপুরে। আর তৃতীয় ম্যাচ আয়োজিত হবে হায়দ্রাবাদে। ফলে স্বাভাবিরভাবেই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এই উন্মাদনার জেরেই এই পরিস্থিতি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles