img

Follow us on

Saturday, Nov 23, 2024

Bank Account: অবাককাণ্ড! দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি টাকা, তারপর কী হল জানেন?

Deganga: দিনমজুরের অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

img

পরিবারের সঙ্গে নাসিরুল্লাসাহেব, অ্যাকাউন্টে ১০০ কোটির ব্যালেন্স (ইনসেটে) (নিজস্ব চিত্র)

  2023-05-24 17:41:55

মাধ্যম নিউজ ডেস্ক: মহম্মদ নাসিরুল্লা মোল্লা। পেশায় দিনমজুর। সামান্য রোজগারে কোনওরকমে চলে সংসার। তিনি একসঙ্গে এক লক্ষ টাকা নিজে কখনও দেখেননি। তিনি কি না ১০০ কোটি টাকার মালিক। তাঁর ব্যাঙ্কের নথি সেই কথা বলছে। তাঁর অ্যাকাউন্টে (Bank Account) ১০০ কোটি টাকা ঢুকেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে। বিষয়টি জানতে পেরে হতবাক ওই দিনমজুর। প্রতিবেশীরাও এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন। তবে, এতগুলো টাকা তাঁর অ্যাকাউন্টে কে ঢোকাল তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

১০০ কোটির মালিক কী করে জানলেন ওই দিনমজুর?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ মে দেগঙ্গা থানা থেকে নাসিরুল্লাসাহেবকে একটি নোটিশ দেওয়া হয়। যে নোটিশে লেখা রয়েছে, জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসিরুল্লাসাহেবের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কী অভিযোগ তা নোটিশে লেখা নেই। আগামী ৩০ তারিখ সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে। নোটিশ পাওয়ার পর কার্যত রাতের ঘুম উবে গিয়েছে তাঁর। খোঁজখবর নিয়ে নাসিরুল্লাসাহেব জানতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) একশ কোটি টাকা ঢুকেছে। গুগল পে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাঙ্কে যান তিনি।

কী বললেন ওই দিনমজুর?

নাসিরুল্লাসাহেব বলেন, পুলিশ নোটিশ দেওয়ার পরই বুঝতে পারি, আমি কোনও অন্যায় করেছি। কিন্তু, কী করেছি তা বুঝতে পারিনি। পরে, খোঁজ নিয়ে জানতে পারি আমার অ্যাকাউন্টে (Bank Account) ১০০ কোটি টাকা ঢুকেছে। তবে, কী করে ঢুকল তা আমার কাছে পরিষ্কার নয়। আমি ব্যাঙ্কে যোগাযোগ করি। ব্যাঙ্ক ম্যানেজার জানান, অ্যাকাউন্টে (Bank Account) ১৭ টাকা ব্যালেন্স রয়েছে। ফোন পে ১০০ কোটি টাকা দেখাচ্ছে। পরে, জানতে পারি, আমার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই, অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

police

Bank Account

labour

deganga


আরও খবর


ছবিতে খবর