Panchayat Election: মনোনয়নের শেষ দিনে ঝরল রক্ত, অগ্নিগর্ভ চোপড়ায় গুলিতে মৃত ২, জখম ১

ভিড়ের মাঝখান থেকে গুলি চালাল তৃণমূল কর্মীরা, লুটিয়ে পড়লেন তিন জোট কর্মী
Untitled_design(37)
Untitled_design(37)

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত বাংলা। তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিতে বিরোধী দলের দুই কর্মীর মৃত্যু হল উত্তর দিনাজপুরের চোপড়ায়।  এখনও পর্যন্ত সিপিএম-কংগ্রেস জোটের তিন কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। সবমিলিয়ে চোপড়ার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছেে।

ঘটনার বিস্তৃত ব্যাখ্যা

বৃহস্পতিবার চোপড়ায় বাম-কংগ্রেস জোটের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। সেইমতো জোট প্রার্থীরা বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, স্থানীয় রাখালবাড়ি এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকশো যুবক দাঁড়িয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল বলেও শোনা যাচ্ছে। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে এমন বাধা পেয়ে প্রতিরোধও গড়েন জোট প্রার্থীরা। অভিযোগ, তখনই ওই ভিড়ের মাঝখান থেকে তৃণমূলের কর্মীরা গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিন জোট কর্মী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশের দেখা মেলেনি, অভিযোগ বিরোধীদের

গুলিচালনার ঘটনা বিডিও অফিস থেকে খুব দূরে ঘটেনি বলেই জানিয়েছে জোট নেতৃত্ব। তাঁদের অভিযোগ, মনোনয়নের মিছিলের সময় কোথাও দেখা মেলেনি পুলিশের। বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে এমন জমায়েত করল তৃণমূল, তা নিয়ে উঠছে প্রশ্ন! শেষ খবর পাওয়া পর্যন্ত চোপড়া থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

তৃণমূলের জেলা সভাপতির বিবৃতি

তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে বলেন, ‘‘আমি এখন ইসলামপুর মহকুমা শাসকের দফতরে রয়েছি নমিনেশন প্রক্রিয়ায়। চোপড়ার একটি ঘটনার কথা শুনেছি।  সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সমস্তটা জেনেই মন্তব্য করতে পারব। পুলিশ-প্রশাসনকেও বলেছি যাতে মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’’

গুলিতে জখম বিরোধী দলের কর্মী কী বললেন?

হাসপাতালের বেডে শুয়ে গুলিবিদ্ধ এক কর্মী বলেন, ‘‘আমরা দল বেঁধে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। তৃণমূল অ্যাটাক করল। ওরা যেতে মানা করেছিল। আমাকে গুলি করল। আমার হাতে গুলি করেছে। বড় বড় বন্দুক দিয়ে মারধরও করেছে।’’

 

আরও পড়ুন: “গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব?” কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের "আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে"...

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles