img

Follow us on

Saturday, Nov 23, 2024

SSC Scam: সোনার 'সংসার'! গয়না থেকে সোনার বাট কী নেই অর্পিতার আলমারিতে

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করেছে প্রায় পাঁচ কেজি সোনা। যার মূল্য আনুমানিক ৪ কোটি ৩১ লক্ষ টাকা।

img

অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনা।

  2022-07-28 15:43:15

মাধ্যম নিউজ ডেস্ক: কী নেই অর্পিতার আলমারিতে? হালকা থেকে ভারি সবরকম গয়নাই মিলবে সেখানে। এ যেন কোনও ছোটখাটো গয়নার দোকান! চোকার থেকে সীতাহার। মান্তাসা থেকে বাজুবন্ধ সবই রয়েছে। আছে সোনার কাঁকন থেকে কানের ঝোলা দুল। চাইলে মিলবে সোনার ঘড়ি, আংটি, পেনও।


বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অভিযানে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে প্রায় পাঁচ কেজি সোনা। যার মূল্য আনুমানিক ৪ কোটি ৩১ লক্ষ টাকা। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার হাতে এসেছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।  ইডি সূত্রে খবর,উদ্ধার হওয়া সোনার মধ্যে বেশির ভাগই ছিল সোনার বাট। ১ কেজি করে তিনটি সোনার বাট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সোনার আংটি। এ ছাড়াও অর্পিতার বাড়ি থেকে সোনার মোটা হার,রকমারি সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত করা সোনার মধ্যে রয়েছে দু’টি সোনার ঘড়িও। এ ছাড়াও এই তালিকায় রয়েছে, ছ’টি মোটা মোটা সোনার কাঁকন (বালা)। যার প্রত্যেকটির ওজন ৫০০ গ্রাম। মিলেছে কানের ঝোলা দুল। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ছোট কানের দুল, কাঁকন এবং একটি সোনার পেন। এর আগে অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫৪ লাখ টাকার সোনার গয়না।

আরও পড়ুন: যকের ধন! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৮ কোটি নগদ, ৪ কোটি মূল্যের সোনা

বুধবার বেলা ১২টার কিছু ক্ষণ আগে অর্পিতার বেলঘরিয়ায় ফ্ল্যাটে পৌঁছন ইডির আধিকারিকরা। এর পর ১৯ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে টাকা ও গয়না উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী দল। দুপুর থেক টাকা গোনা শুরু হলেও তা শেষ হতে হতে ভোর হয়ে যায়। এর আগে শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকেও ২১ কোটি ৯০ লক্ষ নগদ এবং বহুমূল্যের গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়।

Tags:

Partha Chatterjee

SSC

ED

Arpita Mukherjee

5 kg gold found at Arpita Mukherjee's house


আরও খবর


ছবিতে খবর