img

Follow us on

Friday, Nov 22, 2024

Kolkata Death: খাস কলকাতায় মদের দোকানে ক্রেতাকে পিটিয়ে খুন, প্রবল বিক্ষোভ

আইনশৃঙ্খলার এ কী হাল! ঢাকুরিয়ায় প্রকাশ্যে পিটিয়ে খুন

img

প্রতীকী চিত্র

  2023-07-30 19:42:00

মাধ্যম নিউজ ডেস্ক: খাস কলকাতায় ঢাকুরিয়া মোড়ের কাছেই একটি মদের দোকানে মদ কিনতে গিয়ে দোকানের কর্মচারীর হাতে খুন (Kolkata death) হতে হল এক ব্যক্তিকে। মৃতের নাম সুশান্ত মণ্ডল। পিটিয়ে খুন করার সিসিটিভি ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে এসেছে। তাতে দেখা যায়, সুশান্তকে নির্মম ভাবে টেনে দোকানের ভিতরে ঢুকিয়ে বেধড়ক কিল, চড়, লাথি মেরে প্রথমে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এরপর মাটিতে তাঁর মাথা কয়েকবার ঠুকে দেয় ওই মদের দোকানের কর্মচারী। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে গেলে সুশান্তকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এরপর ওই মদের দোকানের কর্মচারীদের বিরুদ্ধে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়েন। দোষীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে দোকানের সামনে স্থানীয় জনতা অবস্থান বিক্ষোভ  শুরু করেন। ঘটনায় তীব্র উত্তেজনা শুরু হয়।

প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন! (Kolkata death)

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ছুটির দিনে, বিকেলে ঢাকুরিয়া মোড়ের মদের দোকানে সুশান্ত মণ্ডল মদ কিনতে যান। তিনি ঢাকুরিয়ার পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বলে জানা গছে। কিন্তু কিছু বিষয় নিয়ে মদের দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হতেই দোকানের ভিতর থেকে এক কর্মচারী, সুশান্তকে দরজা খুলে টেনে ভিতরে নিয়ে এসে ব্যাপক মারধর করে। শহর কলকাতায় প্রকাশ্য দিবালোকে এইভাবে মারতে মারতে মাটিতে শুইয়ে দিয়ে সুশান্তের মাথা মাটিতে ঠুকে ঠুকে মেরেই (Kolkata death) ফেলা হবে, তা ভাবাই যাচ্ছে না। স্থানীয়দের কাছে সত্যিই অবিশ্বাস্য এবং আতঙ্কের ঘটনা। মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারে! খুনের প্রতিবাদে এলাকার রাস্তা অবরোধ পর্যন্ত করা হয়।

উত্তেজিত জনতার বিক্ষোভ

এরপর উত্তেজিত জনতা ওই মদের দোকানের উপর চড়াও হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে চলে ধাক্কাধাক্কি। স্থানীয় মহিলাদের দাবি, পুলিশ মদের দোকানে টাকা খেয়ে দোষীদের গ্রেফতার করছে না। তাঁরা আরও বলেন, পুলিশ যদি আইনের ব্যবস্থা না নিতে পারে, তাহলে আমাদের কাছে ছেড়ে দিক, আমরা খুনির (Kolkata death) কাছে সুশান্তের হত্যার বিচার চেয়ে নেবো।

তৃণমূলের বক্তব্য

স্থানীয় তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে আশ্বাস দেন। তিনি বলেন, সুশান্ত এলাকার খুব ভালো ছেলে। আমাদের পরিচিত ছেলে। দোষী যারা তাদের কাউকেই ছাড়া হবে না। খুনিকে (Kolkata death) কঠোর শাস্তি দেওয়া হবে।

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, খুনের (Kolkata death) সঙ্গে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজ হাতে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও অপরাধীকেই ছাড়া হবে না।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Kolkata

bangla news

Bengali news

Kolkata death

customer

liquor store


আরও খবর


ছবিতে খবর